Optical Illusion: কে বসে, কে দাঁড়িয়ে, এই ছবি দেখে বলতে পারবেন? ৯৯ শতাংশের উত্তরই ভুল, আপনি?

Who Is Hugging Whom Viral Optical Illusion: এই ছবি দেখে বুঝতে পারছেন, কে কাকে আলিঙ্গন করছেন? একটু ভাল করে খুঁটিয়ে যদিটা ছবিটা লক্ষ্য করেন, তাহলে আবার বুঝতে পারবেন না কে বসে আছে আর কে দাঁড়িয়ে আছে?

Optical Illusion: কে বসে, কে দাঁড়িয়ে, এই ছবি দেখে বলতে পারবেন? ৯৯ শতাংশের উত্তরই ভুল, আপনি?
ভাল করে ছবিটা খুঁটিয়ে দেখুন তো একবার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 7:02 PM

অপ্টিক্যাল ইলিউশনের (Optical Illusion) ছবি দেখে অবাক হন না, এমন মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া সত্যিই এক দুষ্কর। ইদানিং আপনি হয়তো এমন অনেক ছবিই দেখছেন, যার ভিতরে লুকিয়ে থাকা ধাঁধাটার সমাধান করতে পারছেন না। তবে এবার এমন এক ছবি ভাইরাল (Viral) হল, যা দেখে আপনি সম্ভবত ছিটকে যেতে পারেন। কারণ, সেই ছবিতে রয়েছে এক বিরাট ধাঁধা, যার উত্তর প্রায় কেউই দিতে পারছেন না। ছবিতে দেখা যাচ্ছে, দুই সহকর্মী যাদের একজন পুরুষ ও মহিলা – দুজনে আলিঙ্গন করছেন। কিন্তু কে কাকে আলিঙ্গন করছেন, তা বোঝা যাচ্ছে না। আপনাকে সেটাই খুঁজে বের করতে হবে। ছবিটা যদি একটু খুঁটিয়ে লক্ষ্য করেন, তাহলে তার রহস্য সমাধান করতে গিয়ে রীতিমতো গোত্তা খেতে পারেন।

Who Is Hugging Whom

এই ছবিটা দেখে যেখানে সবথেকে বেশি খটকা লাগছে, তা হল কোনটা কার দেহ। ঠিক মনে হচ্ছে যেন, দুই সহকর্মীর এক একজনের দেহ একে অপরের অন্তর্গত। ২০১৮ সালে এই ছবিটা ট্যুইটারে সর্বপ্রথম শেয়ার করা হয়েছিল। তার ক্যপশনে লেখা হয়েছিল, “এই ছবিটা দেখে প্রথমে আমি ভেবেছিলাম, পুরুষ মানুষটিই হিল পরে রয়েছেন।” তিনি খুব একটা ভুল কিছু বলেননি। কারণ, এই ছবিটা প্রথম বার দেখার পর আপনারও মনে হতে পারে যে, ব্যক্তিটি পায়ে হিল পরে রয়েছেন।

তারপর ছবিটা আপনি যখন আবার দেখবেন, তখন আপনার মনে প্রশ্নের উদয় হতে পারে, “এটি আসলে কার পা?” শুধু আপনি একা নন। যে কারও মনে এই একই প্রশ্ন আসতে পারে। কারণ, চেয়ারে ছেলেটি বসে রয়েছে, নাকি মেয়েটি বসে রয়েছে, সেটাই একনজরে ধরতে পারা যাচ্ছে না।

ট্যুইটারেই সেই সময় ইউজাররা এই ছবির নানারকম উত্তর দিয়েছিলেন। সেখান থেকে সঠিক উত্তরটাও বেরিয়ে এসেছিল। একজন বলেছিলেন, “কে হিল পরে নেই?” আর একজন যোগ করেছিলেন, “আমার এই ছবিটা দেখেই বিরক্ত লাগছে।” তৃতীয় ইউজার সঠিক উত্তর দিয়ে দাবি করেছিলেন, লোকটা বসে রয়েছেন একটি চেক শার্ট পরে এবং মহিলা ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়ে রয়েছেন। ওই মহিলার মাথা লোকটার কাঁধে চেপে গিয়েছে। আর একজন তো একপ্রকার ধন্দ্ব থেকে বিরক্ত হয়ে বলেছিলেন, “এই ছবিতে যে কে হিলস পরে নেই, আমি তাই বুঝতে পারছি না।”