Latest Viral Video: হাতিরা খুব শান্ত, ভদ্র এবং বুদ্ধিমান। কিন্তু এই বিশালাকার এই প্রাণীর রাগও ভয়ানক, একবার রেগে গেলে সব তছনছ করে দিতে পারে তারা। কখনও যানবাহন উল্টে দেওয়া, মোটরসাইকেল তুলে ফেলা এবং গাছ উপড়ে পর্যন্ত ফেলে দিতে পারে তারা। সোশ্যাল মিডিয়ায় রাগান্বিত হাতির অনেক ভিডিয়ো আমরা দেখেছি। জঙ্গলের ভয়ংকর শিকারীরাও গজরাজের এহেন রাগের কারণে তাদের থেকে কয়েক ক্রোশ দূরে থাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা এক হাতির মজাদার কাণ্ডে নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে!
একটি মহিষ শিশু বুঝতে না পেরে আক্রমণ করে বসে তার থেকে ইয়াব্বড় একটি হাতিকে। ছোটদের মন যা হয় আর কী! কে বড়, কে ছোট, কে শক্তিশালী, কে ভয়ঙ্কর- কীভাবে বুঝবে তারা। তবে সেই বড় হাতিটি কিন্তু বুঝতে পেরেছিল। আর তা বোঝার পরেই ছোট্ট মহিষের খুনসুটিকে সেভাবে পাত্তা দেয়নি সে। বরং মজার ছলে তা গ্রহণ করে মায়ের কাছে যাওয়ার রাস্তা করে দিয়েছে মহিষ-শাবকটিকে।
Bold baby water buffalo charges an elephant
by u/secretslut991 in AnimalsBeingJerks
ভিডিয়োতে দেখা গিয়েছে, হাতিটি তার মতো করে তার পথ ধরেই যাচ্ছে। সে সময় তার সামনে দিয়ে একটি বাছুর তার ছানাটিকে নিয়ে আসছিল। তখন বাছুরটি উত্তেজিত হয়ে হাতির দিকে ছুটে যায়। গজরাজ তখন ছোট্ট শিশুটির নির্দোষতা বুঝতে পারে এবং তার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য উল্টো পথে হাঁটতে শুরু করে। কিন্তু বাচ্চাটি থামে না। সে পুরো দমে আক্রমণ করে। হাতিটি অনুভব করে যে, ছোট্ট মহিষের জন্য সে ক্রমশ পিছনের দিকে চলে যাচ্ছে। তা-ও সে এক ফোঁটাও রাগেনি। কিন্তু মহিষের মা বুঝতে পারছিল, তার সন্তান কত বড় ভুল করছে। এমতাবস্থায় সে শিশুটিকে থামানোর জন্য তার পিছনে দৌড়ায়। অবশেষে সে শিশুটিকে সামলাতে সক্ষম হয় এবং হাতিটি নিঃশব্দে চলে যায়।
গত 5 অগস্ট এক Reddit ব্যবহারকারী (r/AnimalsBeingJerks) এই ভিডিয়োটি শেয়ার করেন। প্রায় 35 লাখের কাছাকাছি ভিউ হতে চলেছে ভিডিয়োর। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মহিষ-শাবক যখন হাতিকে আক্রমণ করে…’। কিছু ব্যবহারকারী লিখেছেন যে হাতিটি আশ্চর্যজনক বুদ্ধি দেখিয়েছিল। একজন লিখেছেন, হাতিগুলি তাদের এই বুদ্ধিমত্তার কারণেই এত আকর্ষণীয়।