Viral Video Today: কুমিরের কাছে জঙ্গলের বড় বড় প্রাণীরাই কখনও কখনও হার মেনে যায়। সেখানে একটি বিড়াল কুমিরের মুখ থেকে খাবার ছিনিয়ে নিল, এমনটা ভাবতে পারেন? শুনেই অবাক হলেন না? এমনটাই ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুমিরকে ঘুমতে দেখা যাচ্ছে। আর সেখানে একটি বিড়াল চুপিসারে গিয়ে কুমিরের মুখে থেকে খাবার ছিনিয়ে নিয়ে এল। আগে কখনও দেখেছেন এমন সাহসী বিড়াল? সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই প্রায় প্রতিদিন ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। এই ভিডিয়োটি কিছুটা সেই রকমই।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @rizal.rayan-এ একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি কুমিরকে ঘুমতে দেখে সেখানে হাজির হয় এক সাহসী বিড়াল। বিড়ালটি গুটিগুটি পায়ে কুমিরটির মুখের সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে কুমিরের মুখ থেকে খাবার বের করে নিয়ে সেখান থেকে পালায়। কুমিরটি এতটাই গভীর ঘুম ঘুমচ্ছিল যে, কিছু বুঝে ওঠার আগেই বিড়ালটি সেখান থেকে চলে যায়।
এই ভিডিয়োটি পোস্ট করতেই হাজার হাজার লাইক আর শেয়ার হয়। এখনও পর্যন্ত 40 হাজারের বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ কমেন্টও করেছেন ভিডিয়োয়। বিড়ালের এই কাণ্ড দেখে মজার ছলে এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “বিড়ালটি খুব চালাক এবং নির্ভীক।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “মাংসটা নিশ্চয়ই কুমিরের দাঁতে লেগে ছিল, তাই বিড়ালটা বের করে দিলেও কুমিরটি কিছু বলল না।”