Viral Video: অদ্ভুত চঞ্চু আকৃতির মাস্ক পরে রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন ইনি, নেটপাড়ায় হাসির রোল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 26, 2022 | 9:45 AM

Beak Shaped Mask: ভিডিয়োতে এক ব্যক্তিকে অদ্ভুত একটি মাস্ক পরতে দেখা গিয়েছে, যা দেখতে এক্কেবারে চঞ্চুর মতো। এমন ধরনের মাস্ক হয় তো আপনি আগে কখনও দেখেননি। তাই, ভিডিয়োটি আপনার মিস করা উচিত নয়।

Viral Video: অদ্ভুত চঞ্চু আকৃতির মাস্ক পরে রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন ইনি, নেটপাড়ায় হাসির রোল
এমন মাস্ক আগে কখনও দেখেছেন?

Follow Us

2019 সালের শেষ দিকে চিনের উহান শহর থেকে কোভিড-19 অতিমারির আকার ধারণ করে। সেখান থেকেই সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল মারণ ভাইরাসটি। টানা দুই বছর তার ধ্বংসযজ্ঞ চলতেই থাকে। তারপর থেকে বিশ্ববাসীর জীবন আর আগের মতো নেই। তবে সেই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। ফের একবার চিনে কোভিড ব্যাপক আকার ধারণ করেছে। এখন Omicron, BF.7-এর একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট চিনে নতুন করে ত্রাস সৃষ্টি করেছে। ফলে, সে দেশের মানুষজন অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন।


এমনই পরিস্থিতিতে একটি মজাদার ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে এক ব্যক্তিকে অদ্ভুত একটি মাস্ক পরতে দেখা গিয়েছে, যা দেখতে এক্কেবারে চঞ্চুর মতো। এমন ধরনের মাস্ক হয় তো আপনি আগে কখনও দেখেননি। তাই, ভিডিয়োটি আপনার মিস করা উচিত নয়।

অনিল কুমার নামের এক ব্যক্তি এই ভিডিয়োটি টুইট করেছেন। মাত্র 13 সেকেন্ডের ছোট্ট এই ক্লিপে ব্যক্তিকে দেখা গিয়েছে অপ্রচলিত চঞ্চু আকৃতির একটি মাস্ক পরে রেস্তোরাঁয় খাবার খেতে এসেছেন। ওই মাস্কটি দেখে মনে হয়েছিল, তা কাগজের তৈরি এবং লম্বা ঠোঁটের আকারেই তৈরি করা হয়েছিল।

এই ধরনের মাস্ক পরার সুবিধাও ওই ব্যক্তি দেখিয়েছেন ভাইরাল ভিডিয়োতে। মাস্কের পরেই তিনি টুকটুক করে খাবার খেয়ে চলেছেন, যা সত্যিই অভাবনীয়। যদিও এই ভিডিয়োটি আগে তোলা হয়েছিল, নাকি সম্প্রতি তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “নতুন ভ্যারিয়েন্ট, নতুন মাস্ক, নতুন বছর।”

সংবাদমাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিকতম একটি রিপোর্টে বলা হয়েছে, গত 20 ডিসেম্বর চিনে একদিনে মোট 37 মিলিয়ন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন।

Next Article