Charles Sobhraj: বিমানে পাশেই বসে ‘বিকিনি কিলার’! এমন করলেন মহিলা, ভাইরাল সেই ছবি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Dec 26, 2022 | 11:07 PM

Charles Sobhraj viral photo: দীর্ঘ বিমান যাত্রার সময় যদি জানতে পারেন, আপনার পাশে বসে আছে এক কুখ্যাত সিরিয়াল কিলর, তাহলে আপনার কী প্রতিক্রিয়া হতে পারে? এরকমই অস্বস্তিকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হল এক নেপালি মহিলাকে।

Charles Sobhraj: বিমানে পাশেই বসে বিকিনি কিলার! এমন করলেন মহিলা, ভাইরাল সেই ছবি
বিমানে বসে আছেন 'বিকিনি কিলার' চার্লস শোভরাজ

Follow Us

কাঠমান্ডু: কাঠমান্ডু: দীর্ঘ বিমান যাত্রায় চরম অস্বস্তি। পাশেই বসে আছে এক কুখ্যাত সিরিয়াল কিলার! সম্প্রতি এরকমই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হল এক নেপালি মহিলাকে। গত সপ্তাহের বুধবার, নেপালের সুপ্রিম কোর্ট স্বাস্থ্যগত কারণে মুক্তি দিয়েছিল, ‘বিকিনি কিলার’ হিসেবে পরিচিত, ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজকে (Charles Shobhraj)। নেপালে প্রায় ২০ বছরের কারাবাসের পর মুক্তি পেয়ে শনিবার তিনি ফ্রান্সে পৌঁছেছেন। তাঁর নেপাল থেকে ফ্রান্স বিমান যাত্রার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অবশ্য শোভরাজের জন্য নয়, ছবিটি ভাইরাল হয়েছে বরং তাঁর পাশের আসনে থাকা মহিলার জন্য। আরও নির্দিষ্ট করে বললে সেই মহিলার প্রতিক্রিয়ার জন্য।

গত বুধবার তাঁকে মুক্তির আদেশ দেওয়ার সময়, নেপালি সুপ্রিম কোর্টের বিচারপতি স্বপ্না প্রধান মাল্লা এবং বিচারপতি তিল প্রসাদ শ্রেষ্ঠর সমন্বয়ে গঠিত এক ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, চার্লস শোভরাজ ইতিমধ্যে তাঁর সাজার ৯৫ শতাংশ ভোগ করেছেন। তাঁর বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, এরপরও তাঁকে কাল কুঠুরিতে আটকে রাখা অমানবিক হবে। তাঁকে মুক্তি দেওয়ার পাশাপাশি, চার্লস শোভরাজকে ১৫ দিনের মধ্যে ফ্রান্সে পাঠিয়ে দেওয়ার নির্দেশও দেয় ডিভিশন বেঞ্চ।

সেই নির্দেশ অনুসারে, শোভরাজকে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর৬৪৭-এ দোহায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়. সেখান থেকে অন্য একটি বিমানে তাঁকে প্যারিসে নিয়ে যাওয়া হয়েছে। কাতার এয়ারওয়েজের উড়ানটিতে তাঁর যাত্রার যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে শোভরাজ একটি আইভি টুপি এবং সাধারণ পোশাকে বসে আছেন। আর তাঁর পাশের দুই আসনে দুই মহিলা যাত্রী বসে আছেন, সম্ভবত তাঁরা নেপালের বাসিন্দা। তাঁর ঠিক পাশে বসা মহিলাকে দেখা যাচ্ছে, শরীর বাঁকিয়ে শোভরাজের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিয়ে বসতে। সেই সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে আড়চোখে বিকিনি কিলারের উপর নজর রাখতে।

দ্রুতই মহিলার প্রতিক্রিয়া নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই বলেছেন, চার্লস শোভরাজের মতো কুখ্যাত সিরিয়াল কিলার তাদের পাশে বসলে তারাও একইরকম আচরণ করবে। কেউ লিখেছেন, তিনি যদি জানতে পারেন যে দীর্ঘ দূরত্বের উড়ানে তিনি একজন সিরিয়াল কিলারের পাশে বসে আছেন, তাহলে ওই মহিলার থেকে অনেক বেশি ভয় পেতেন। আরেকজন মন্তব্য করেছেন, চার্লস শোভরাজ পাশে বসে থাকলে, সতর্ক থাকতেই হবে।


চার্লস শোভরাজের কাহিনি নিয়ে ‘দ্য সার্পেন্ট’ নামে একটি নেটফ্লিক্স সিরিজ তৈরি হয়েছে। সেই সিরিজ মুক্তি পাওয়ার পর থেকে শোভরাজ ঘরে ঘরে পরিচিত হয়ে গিয়েছেন। কেউ দাবি করেন, শোভরাজের হত্যার সংখ্যা ২০, কেউ বলেন ৩০-এরও বেশি। পিটিআইয়ের এক প্রতিবেদন অনুসারে, শোভরাজ নেপালেই থাকতে চেয়েছিলেন। দশ দিনের জন্য গঙ্গালাল হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করেছিলেন আদালতে। কিন্তু নেপালি আদালত, তাঁর সেই আবেদন মানেনি।

Next Article