Latest Viral Video: অনেক সময় বাড়ির গুরুজনেরা চড়া মেক-আপ করা মেয়ের সঙ্গে বেশি ঘেঁষতে না করেন। কখনও আবার বিয়েবাড়িতে কনেকে মেক-আপ (Make Up) ছাড়া মুখ না দেখে মন ভরে না অতিথিদের। এখন এই বাড়ির গুরুজনেরা বা বিয়েতে নিমন্ত্রিতরা কতটা ঠিক বলেন বা করেন, তা জানা নেই! তবে, একটা ভিডিয়ো দেখলে তাঁদের কথাগুলো আপনার মাথায় ঘোরাফেরা করতে পারে। ঠিক যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল গোছের ব্যাপার কিছুটা। একটি কনের মেক-আপের (Bridal Look) আগের এবং পরের অবস্থা দেখে নেটিজ়েনরে ঘুম উড়েছে। সেই ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
আসলে সৌন্দর্য বাড়াতে মেক-আপ করেন অনেকে। কিন্তু যিনি সত্যিই সুন্দর, তার কী আর সেভাবে চড়া মেক-আপের প্রয়োজন পড়ে! আজকাল মেয়েরা মেক-আপ করছেন সুন্দর হতে নয়, মুখটাই বদলে ফেলতে। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একজন মেক-আপ আর্টিস্ট এক কনের এমনই রূপ দিলেন যে তাঁর চেহারা বদলে গেল। ভিডিয়ো না দেখলে আপনি বিশ্বাস করবেন না, এতেই 2 কোটির বেশি ভিউ হয়েছে।
মেক-আপ আর্টিস্ট গরিমা সাইনি তাঁর ইনস্টা হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। প্রতিবেদনটি লেখার সময় ভিডিয়োর ভিউ 21.1 মিলিয়ন এবং 6 লাখেরও বেশি লাইক পেয়েছে। বহু মানুষ এই ছবিতে তাঁদের হতবাক হওয়ার মন্তব্য করেছেন।
একজন লিখছেন, ‘তাঁর বরের জন্য আমার দুঃখ হচ্ছে। তিনিও বোধহয় কনেকে চড়া মেক-আপ করার অনুমতিও দিয়েছিলেন।’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘এত বেশি মেক-আপ করবেন না, যাতে নিজেই পরে নিজেকে দেখে হাসতে শুরু করে দেন।’