Black Panther And Leopard Video: বন্যপ্রাণ আপনাকে খুব টানে? চিতার লাফিয়ে-লাফিয়ে দৌড়ানো, বা বাঘের হরিণ শিকার, এই সব কিছু দেখে আপনি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন? তাহলে দুর্দান্ত একটি ভিডিয়ো রয়েছে আপনার জন্য। জঙ্গলে একসঙ্গে হাঁটছে একটি ব্ল্যাক প্যান্থার এবং লেপার্ড- সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো এখন খুব ভাইরাল। ফটোগ্রাফার শাজ় জাং সেই ভিডিয়োটি শেয়ার করেছেন। আর তা দেখার সময় আপনার চোখের পলক পড়বে না, গ্যারান্টি দিতে পারি আমরা।
শাজ় জাং এই ভিডিয়োটি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছোট্ট ক্লিপটিতে দেখা গিয়েছে, সুন্দর একটি ব্ল্যাক প্যান্থার এবং একটি লেপার্ড একসঙ্গে হাঁটছে। দুজনে কয়েক সেকেন্ডের জন্য একবার ক্যামেরার দিকে তাকিয়েও থাকে। আর সেই মুহূর্তটা দেখতে-দেখতে আপনার গায়ে কাঁটা দিতে পারে। শাজ় জানিয়েছেন, এই দুই প্রাণীর নাম সায়া এবং ক্লিও।
ভিডিয়োর ক্যাপশনে ওই ফটোগ্রাফারা লিখেছেন, “তোমার ছায়া হল তোমার সবথেকে ভাল বন্ধু। #World WildlifeDay-তে আমার তোলা সবচেয়ে অবিশ্বাস্য এক মুহূর্ত। কী সুন্দর এই পৃথিবীতে সায়া এবং ক্লিও যেন নিখুঁত সিঙ্ক্রোনি।”
অনলাইনে শেয়ার হওয়ার পর থেকে এই ভিডিয়োর ভিউ প্রায় 5 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা যে এই ভিডিয়ো দেখার পর মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন, তা তাঁরা জানিয়েছেন ভিডিয়োর কমেন্ট সেকশনে।
একজন ইউজ়ার লিখেছেন, “সত্যিই আশ্চর্যজনক।” আর একজন যোগ করেছেন, “ভিডিয়োটা দেখে সত্যিই গায়ে কাঁটা দিল!”