কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন গায়ক কেকে (Singer KK)। গত ৩১ মে নজরুল মঞ্চে লাইভ পারফরম্যান্স শেষ করার কিছু পরেই প্রয়াত হন গায়ক। শো চলাকালীন অস্বস্তি বোধ করছিলেন গায়ক। ঘনঘন জল পান করছিলেন, আর রুমালে মুখটা মুছে নিচ্ছিলেন। তারপর যখন শো শেষে হোটেলে পাড়ি দিলেন, অস্বস্তি বেড়ে দ্বিগুণ হয়ে যায় গায়কের। হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তাররা কেকে-কে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানাতে তাঁর অসাধারণ ছবি আঁকলেন বাঙালি আর্টিস্ট শুভায়ু। K বর্ণটা ব্যবহার করে এই ছবিটা ফুটিয়ে তুলেছেন তিনি। প্রয়াত গায়ক কেকে-র ছবিটা তিনি হুবহু এঁকে ফেলেছেন। আর শুভায়ুর আঁকা সেই ছবিই এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল (Viral Video)।
ভিডিয়োটা দেখতে এখানে ক্লিক করুন।
প্রথমে ভিডিয়োটা ফেসবুকে শেয়ার করা করেন শুভায়ু। সেখান থেকেই মূলত ভাইরাল হয়। বহু মানুষ সেখানে কমেন্ট করেছেন। লাইক ও লভ সাইনের যেন একপ্রকার বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটার ডিউরেশনও খুব কম। কিন্তু তাই যেন মানুষের মনে একপ্রকার গেঁথে গিয়েছে। কারণ, কেকে নামটাই এমন। নাইন্টিজ় কিডদের বন্ধুত্ব, প্রেম, বিরহ সবকিছুর সঙ্গেই জড়িয়ে রয়েছেন তিনি। আর শুভায়ু এই ভিডিয়োতে গায়ককে ফুটিয়েও তুলেছেন হুবহু।
এদিকে কেকে-র মৃত্যুর পর পোস্ট-মর্টেম রিপোর্ট থেকে জানা যায়, হার্ট অ্যাটাকের কারণেই মারা যান গায়ক। গ্র্যান্ড হোটেলে কেকে-র রুম থেকে ১০টি ওষুধ উদ্ধার করে পুলিশ। তার মধ্যে যেমন হজমের ওষুধ ছিল, তেমনই আবার ছিল সিরাপ, ভিটামিন সি, লিভারের ওষুধ, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির ওষুধও ছিল।
শুভায়ু নামের ওই আর্টিস্ট অনেক সেলিব্রিটির ছবিই ফুটিয়ে তোলেন। তবে কেকে-র ছবিটা আঁকতে গিয়ে শিল্পী কেবল মাত্র K বর্ণের ব্যবহার করেছেন। আর তাই যেন ছবিটার ইউএসপি হয়ে গিয়েছে। আর সেই ছবিই এখন নেটপাড়ার হটকেক।