সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই বেশ কিছু এমন ভিডিয়ো ভাইরাল হয় যা দেখলে আপনার মন ভাল হতে বাধ্য। তেমনই একটি ভিডিয়ো এবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা গিয়েছে ছোট্ট একটা প্রজাপতির পিছনে দৌড়োচ্ছে একদল পেঙ্গুইন। ভারী মজার এই ভিডিয়ো। নেটিজ়েনদের অনেকেই এই ভিডিয়ো দেখে বলছেন, তাঁদের ছোটবেলা মনে পড়ে গিয়েছে। অনেকেই এমন রয়েছেন যাঁরা নিজেদের ছোটবেলায় প্রজাপতি ধরার চেষ্টা করেছেন। গাছের ফুল বা পাতার উপরে বসা প্রজাপতি ধরতে গেলেই অবশ্য তারা এক নিমেষে উড়ে যেত। তখন তাদের ধরার চেষ্টায় পিছন পিছন ধাওয়া করতে শুরু করতেন অনেকেই। এই পেঙ্গুইনদের দৃশ্য দেখেও তেমনটাই মনে পড়ে যাচ্ছে।
দেখে নিন পেঙ্গুইনদের এই মজার ভাইরাল ভিডিয়ো
Penguins chasing a butterfly.. ? pic.twitter.com/ynP6oW49zm
— Buitengebieden (@buitengebieden) June 4, 2022
টুইটারে Buitengebieden নামের পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, প্রজাপতির পিছনে ধাওয়া করেছে একদল পেঙ্গুইন। এই ভিডিয়োতে Adelie penguin- দের দেখা গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, ডানা মেলে একদম লাফিয়ে লাফিয়ে প্রজাপতিটির পিছনে ছুটছে পেঙ্গুইনের দল। দেখে মনে হবে যে, পেঙ্গুইনদের শরীরে স্পিং লাগানো রয়েছে। আর তার জেরেই যেন ওরা ওভাবে লাফাচ্ছে। আসলে অবশ্য ব্যাপারটা তা নয়। তবে এই ভিডিয়ো দেখতে কিন্তু দারুণ লেগেছে।
টুইটারে ইতিমধ্যেই এই ভিডিয়োর ৩.২ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। নেটিজ়েনরা বলছেন, পেঙ্গুইনদের যেকোনও ভিডিয়োই খুব মজার হয়। দেখে ভাল লাগে। আর এই ভিডিয়ো তো আরও সুন্দর, আরও মজার। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে পেঙ্গুইনদের এই মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন, সত্যিই পেঙ্গুইনদের দেখে মন ভাল হয়ে গিয়েছে তাঁদের। পেঙ্গুইনদের আরও নতুন নতুন এবং মজার ভিডিয়ো দেখার আবদারও জানিয়েছেন নেটিজ়েনরা। কেউ বলেছেন, দেখে মনে হচ্ছে এই পেঙ্গুইনরা দারুণ পোষ্য হবে। কেউ বা যিনি ভিডিয়ো তুলেছেন তাঁর প্রশংসা করেছেন। অনেকে আবার বলেছেন পেঙ্গুইনরা যে এত ভাল পোজ দিতে পারে তা জানা ছিল না। কেউ আবার এই ভিডিয়োটা আরেকটু বড় হলে ভাল হত বলেও জানিয়েছেন। সর্বোপরি এই ভিডিয়ো যে সব বয়সীদেরই ভাল লেগেছে সেটা স্পষ্ট বোঝা গিয়েছে।