Viral Video: ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে এ কী করলেন মা! ভিডিয়ো দেখে হাসির রোল নেটপাড়ায়

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 05, 2022 | 9:51 PM

Viral Video: ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 'ভাইরাল হগ' নামের পেজ থেকে শেয়ার করা হয়েছে এই মজার মুহূর্তের ভিডিয়ো।

Viral Video: ছেলেকে সাঁতার শেখাতে গিয়ে এ কী করলেন মা! ভিডিয়ো দেখে হাসির রোল নেটপাড়ায়

Follow Us

ছেলেকে সাঁতার শেখাতে গিয়েছিলেন মা। কিন্তু তারপর যা কাণ্ড ঘটল তা দেখে হেসে গড়াচ্ছে নেট দুনিয়া। সম্প্রতি এক দারুণ মজার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, সুইমিং পুলের ধারে হাজির হয়েছেন মা-ছেলে। কীভাবে সুইমিং পুলে ঝাঁপ দিতে হয় ছেলেকে সেটাই শেখানোর চেষ্টা করছিলেন মা। আর তা করতে গিয়েই ঘটেছে বিপত্তি। টাল সামলাতে না পেরে একদম ঝপাং করে নিজেই সুইমিং পুলে পড়ে গিয়েছেন ওই মহিলা। আচমকা জলে পড়ে যাওয়ায় খানিকটা খাবি খেয়ে গিয়েছিলেন তিনি। তবে সাঁতার জানা থাকায় কোনও অঘটন ঘটেনি। কিন্তু যেভাবে ওই মহিলা হঠাৎ করে সুইমিং পুলে পড়ে গিয়েছেন তা একঝলক দেখলে সত্যিই হাসি পেতে বাধ্য।

দেখুন মজার সেই ভাইরাল ভিডিয়ো

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ‘ভাইরাল হগ’ নামের পেজ থেকে শেয়ার করা হয়েছে এই মজার মুহূর্তের ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে সুইমিং পুলের পাশে যেখান থেকে ঝাঁপ দেওয়ার জায়গা করা হয়েছে, সেই উঁচু জায়গার দু’পাশে রয়েছে সিঁড়ি। মহিলা বেসামাল হয়ে প্রথমে সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে সটান গিয়ে পড়েছেন সুইমিং পুলে। শরীর-স্বাস্থ্য বেশ ভাল থাকায় জল একদম লাফিয়ে উঠেছে পুলে। মহিলা অবশ্য সুইমিং পুলে আচমকা পড়ে গিয়েও মোটেই হকচকিয়ে যাননি। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়েছিলেন তিনি। চোখ-মুখের জল মুছে পাড়ে ওঠার চেষ্টা করেছেন তিনি।

এই ভাইরাল ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা। ছেলেক সাঁতার শেখাতে গিয়ে মহিলা যে নিজেই এভাবে ধপাস করে সুইমিং পুলে পড়ে যাবেন সেটা বোধহয় উনি নিজেও কল্পনা করেননি। পাড়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলেটিও তার মায়ের অবস্থা দেখে চমকে গিয়েছে। নিঃসন্দেহে একটু হেসেও ফেলেছে সে। তবে মহিলা সাঁতার জানা থাকায় একটাই স্বস্তি যে এ যাত্রায় কোনও অঘটন ঘটেনি।

Next Article