Latest Viral Video: হস্টেল জীবনটা ঠিক কীরকম বলুন তো! অফুরান আনন্দ, ঘর থেকে প্রথম বার ছাড়া পাওয়ার স্বাদ, নিয়ম নেই, পুরোটাই ইচ্ছের গাছের উপরে ভর করে। সারাদিন নাওয়া-খাওয়া কিসসু নেই। পয়সা বাঁচাতে একবেলার খাবার আবার স্কিপ! আর খিদে যখন পেল, তখন হয়তো একটা ডিম পাঁউরুটি বা ম্যাগি বানিয়েই ক্ষান্ত থাকতে হল। হস্টেল জীবন যাঁরা কাটিয়েছেন, তাঁরা জানেন কতটাই না সারল্যে খাওয়া-দাওয়া ভুলে হেলায় কাটিয়ে দেওয়া যেতে পারে এই জীবন। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে রাতবেরেতে এক রুমমেটকে দেখা গেল কিং খানের গানে নাচতে-নাচতে ম্যাগি বানাতে। আর সেই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা চলে গেলেন স্মৃতি গলিপথ হেঁটে সেই কলেজে পড়ার দিনগুলোয়।
গত 30 জুলাই ইনস্টাগ্রামে ধীরজ সুরি নামের এক ব্যক্তি শেয়ার করেছিলেন, যাঁর ইনস্টা হ্যান্ডেলের নাম @suri__sahab। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘রুমমেটদের সঙ্গে থাকার সময় এই ভাবেই রাত 12টায় ছেলেদের সংগ্রাম করতে হয়। ভিডিয়োটা শেষ পর্যন্ত দেখুন।’ রাত্রিবেলায় যে মানুষের মধ্যে এতটা উন্মাদনা থাকতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনদের একাংশ দাবি করেছেন, হস্টেল জীবন বলেই ছেলেটার মধ্যে এত উত্তেজনা।
ভিডিয়োতে ব্যাকগ্রাউন্ডে একটি গান চলছে। অত্যন্ত জনপ্রিয় সেই গানটি হল শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির ‘দর্দ-এ-ডিস্কো’। সেই সময়ই ছেলেটা রান্নাঘরে ম্যাগি বানাচ্ছেন, সজোরে গানটা গাইছে এবং তার সঙ্গে কখনও আবার কাঁধও দোলাচ্ছে। রুমমেটরাও যোগ্য সঙ্গ দিচ্ছে তাকে, তারাও গানটা গাইছে, নাচছেও আর অপেক্ষা করছে, কখন বন্ধুর ম্যাগি বানানো হবে। আর এক রুমমেট এই ভিডিয়োটা রেকর্ড করছে। সত্যিই, ভিডিয়োটা যদি দেখেন আপনার মনটা ভাল হয়ে যাবে মুহূর্তে।
তীব্র ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। 43 লাখ লাইক, 42.7 মিলিয়ন (4 কোটির বেশি) ভিউ এবং 25 হাজারের বেশি কমেন্ট পড়েছে। একজন লিখছেন, ‘জীবনে এরকমই কুল থাকা প্রয়োজন।’ আর একজন যোগ করলেন, ‘এই ভাবে বানালেই ম্যাগির আসল স্বাদ পাওয়া যায়।’ এখন আপনিই বলুন, এই ভিডিয়ো দেখার পর কি আপনার কোনও বন্ধুর কথা মনে পড়ে গেল?