Viral Video: ঝুড়ি বোঝাই করে বাজারে বিক্রি হচ্ছে ব্যাঙ, আলু-পিঁয়াজের মতোই বেছে নিচ্ছেন ক্রেতারা, ভিডিয়ো ব্যাপক ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 07, 2023 | 7:13 PM

Latest Viral Video: সবজি বাজারে আলু-পটলের পাশাপাশিই বিক্রি হচ্ছে সার করে রাখা গুচ্ছের ব্যাঙ। ওই বাজারে কয়েকটা ঝুড়ি আর টব বোঝাই করে ব্যাঙ বিক্রি হচ্ছিল। সেই বাজারেই দেখা গেল, কয়েকজন ব্যাঙ কিনতে এসেছেন।

Viral Video: ঝুড়ি বোঝাই করে বাজারে বিক্রি হচ্ছে ব্যাঙ, আলু-পিঁয়াজের মতোই বেছে নিচ্ছেন ক্রেতারা, ভিডিয়ো ব্যাপক ভাইরাল
বাজারে যখন আলু-পটলের পাশাপাশিই ব্যাঙ বিক্রি হয়।

Follow Us

Latest Viral Video: রেস্তোরাঁয় নিয়ে গিয়ে যদি আপনাকে একটা এমন ডিশ খাওয়ানো হয় যাতে ব্যাঙ আছে, খুব রেগে যাবেন তাই না? প্রচণ্ড বিরক্তি বোধ করবেন, কি তাই তো? কিন্তু জানলে অবাক হবেন যে, এই দেশেরই অনেক প্রান্তে ব্যাঙ খাওয়ানো হয়। বিশেষ করে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ব্যাঙ নিয়ে এমনই হরেক কিসিমের ডিশ রয়েছে, যা জানলে বা দেখলে হতচকিত হতে পারেন! অর্থাৎ আপনার কাছে যা অপছন্দের, সেটাকেই কেউ আবার চেটেপুটে সাবার করে দেন। কোথাও ব্যাঙের স্যুপ তৈরি হয়, কেউ কেউ আবার এটিকে ভেজেও খেয়ে নেন।

রেস্তোরাঁয় কোনও ডিশ হিসেবে সার্ভ করা হচ্ছে ব্যাঙ, এমন ভিডিয়োও আমাদের নজরে এসেছে। কিন্তু, সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি থ হয়ে যাবেন! সেখানে সবজি বাজারে আলু-পটলের পাশাপাশিই বিক্রি হচ্ছে সার করে রাখা গুচ্ছের ব্যাঙ। ওই বাজারে কয়েকটা ঝুড়ি আর টব বোঝাই করে ব্যাঙ বিক্রি হচ্ছিল। সেই বাজারেই দেখা গেল, কয়েকজন ব্যাঙ কিনতে এসেছেন। প্লাস্টিক ভর্তি করে তাঁরা ব্যাঙ কিনে নিয়ে যাচ্ছেন। আশ্চর্যজনক বিষয়টি হল, ব্যাঙগুলির বেশিরভাগই জীবিত ছিল।


ওই ভিডিয়োতে কয়েকটি টবে ব্যাঙগুলিকে রীতিমতো লাফাতে দেখা যাচ্ছিল। অদ্ভুত বাজারটিতে আলু, পটল বা টমেটোর দোকানগুলি সত্যিই যেন খাঁ-খাঁ করছিল। তার পরিবর্তে সেখানে মানুষজন ব্যাঙের দোকানে ভড়ি জমাচ্ছিলেন। প্রত্যেকটা ব্যাঙই আকারে বেশ বড়, মোটা এবং তাজাও বটে। দোকানদার সেগুলিকে পিস হিসেবে এক-এক করে প্যাকেটের মধ্যে ভরে দিচ্ছিলেন। আপনি আলু কিনতে গিয়ে ঠিক যেমন ভাবে দোকানদার সেগুলিকে প্যাকেটে ভরে দেন, এক্ষেত্রেও ঠিক তেমনই হচ্ছিল।

ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে যে, খাবার হিসেবে ব্যবহার করার জন্যই বিক্রি করা হচ্ছিল ব্যাঙগুলি। দেশের উত্তর-পূর্বাঞ্চলে অনেক জায়গাতেই মানুষজন ব্যাঙের স্যুপ খান। সেখানে এভাবেই ব্যাঙ বিক্রয় করা হয়। আবার অনেক জায়গায় তন্দুর বানাতে একটু বড় আকারের ব্যাঙ ব্যবহার করা হয়। এই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজ়েনদের অনেকেই এটিকে জঘন্য বলেছেন।

Next Article