Latest Viral Video: মানবতা কি আজও বেঁচে আছে? বিভিন্ন অমানবিক পরিস্থিতিতে এই প্রশ্ন আমাদের মাথায় ঘোরাফেরা করে। আর তা ঘোরাফেরা করে যথেষ্ট সঙ্গত কারণেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের নজরে এমন কিছু ভিডিয়ো আসে, যেখানে মানবতার জয়গান উচ্চারিত হয় নীরবে। সেরকমই একটা ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে, যা দেখার পর আপনারও মানবতার জয়ধ্বনি দিতে ইচ্ছে হবে। গুরুতর আহত হয়েছে একটি সাপ। এতটাই ভয়ঙ্কর ভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে যে, চলাফেরা করতে পারছে না। আহত সেই সাপটিকেই সেবা, শুশ্রুষা করে ভাল করে তুলছেন এক ব্যক্তি। সাপের ক্ষতে মলম বোলানোর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের ইতিউতি।
1 কোটিরও বেশি সংখ্যক মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাপের ক্ষতস্থানে হলুদ লাগাচ্ছেন এক ব্যক্তি। আর এক ব্যক্তি একটি সাপ ধরার স্টিক দিয়ে ওই কোবরার মুখটা চেপে ধরে আছে, যাতে সে ছটফট করে পালিয়ে যেতে না পারে। ক্যামেরাটি যখন সাপের ক্ষতস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানের অবস্থাটা দেখলে আপনার বুকটা ছ্যাঁত করে উঠতে পারে! সাপটি যে কতটা গুরুতর চোট পেয়েছে, পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। সেই ক্ষতস্থানেই আস্তে আস্তে দুটি প্যাকেট থেকে হলুদ ঢেলে দেন হৃদয়বান এই ব্যক্তি। তারপর তিনি একটি বোতল থেকে সাপটিকে জলও খাওয়াতে থাকেন।
গত 4 অগস্ট এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে @mr_naved__.99 নামের একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছে, ‘আহত সাপের চিকিৎসা।’ অল্প সময়ের মধ্যেই অগুনতি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। আর এত সংখ্যক দর্শকের দৌলতে ভাইরাল ভিডিয়োর ভিউ এই মুহূর্তে 11.6 মিলিয়ন, যা 1 কোটিরও বেশি। প্রায় 7 লাখের কাছাকাছি লাইক হয়েছে ভিডিয়োটির। পাঁচ হাজারেরও বেশি সংখ্যক মানুষ এই ভিডিয়োতে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন বুঝতেই পারছেন, এই ভিডিয়ো কত মানুষকে প্রভাবিত করেছে।
ইনস্টা ব্যবহারকারীদের বেশির ভাগই এই ব্যক্তির মহৎ কাজের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘সাপটিকে জল পান করতে দেখে আমার মন ভরে গিয়েছিল।’ আর একজন বলছেন, ‘আপনি শ্রাবণ মাসে একটা দুর্দান্ত কাজ করেছেন। এর ফল আপনি অবশ্যই পাবেন।’ তৃতীয়জন যোগ করলেন, ‘ভেবেছিলাম, মানবতা হয়তো মৃত! কিন্তু এই ভিডিয়ো দেখে প্রথম বারের জন্য মনে হল, মানবতা বলে সত্যিই এখনও কিছু আছে।’