Latest Viral Video: জেনেশুনে কে বিপদে পড়তে চায় বলুন তো! কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমাদের এমনই কিছু ভিডিয়ো দেখায়, যেখান থেকে শুধু মানুষের বিপদে পড়ার ঘটনাই আমাদের নজরে আসে না, বিপদ বাড়াতেও দেখা যায়। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। সেখানে একটি ছেলেকে স্কেটবোর্ডিং করতে দেখা গিয়েছে। আর সেই সময় তাঁর সামনে দিয়ে আসছিল এক পাল মোষ। ছেলেটি স্কেটবোর্ড নিয়ে একটি মোষের ঘাড়ে পড়তেই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হয়।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @pranalchavan_ নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োটি বিপজ্জনক ঠিকই, ব্যাপক ভাবে আঘাতপ্রাপ্তও হতে হয় ছেলেটিকে। কিন্তু এই ভিডিয়ো দেখলেই আবার হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে! ফাঁকা রাস্তায় ছেলেটি স্কেটবোর্ড নিয়ে বেরিয়েছিল। এমনই সময় তার সামনে চলে আসে ওই মোষের পাল। ছেলেটির যদিও স্কেটবোর্ড থামানোর কোনও উপায় ছিল না। কারণ, যে গতিতে যে স্কেটবোর্ড নিয়ে এগিয়ে যাচ্ছিল, তা থামাল আরও বড় বিপদের সম্মুখীন হতে হত।
মোষগুলি যে ভাবে যাচ্ছিল, তাদের যাতায়াতের পথে যথেষ্টই ফাঁক ছিল। আর সেই ফাঁক দিয়েই স্কেটবোর্ড নিয়ে গলে যেতে চেয়েছিল ছেলেটি। কিন্তু ওই পশুর দলের মধ্যে থেকেই একটি মহিষ ভাবে যে, ছেলেটি হয়তো তাকেই আক্রমণ করতে আসছে। সে-ও ভয়ে থতমত খেয়ে পালিয়ে যেতে চায়। কিন্তু তাতে লাভের লাভ কিসসু হয় না! বরং, মোষের ধাক্কায় পাল্টি খেয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে যায় ছেলেটি।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অল্প সময়ের মধ্যেই ভিডিয়োর ভিউ 4 কোটি ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ ভিডিয়োতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, বেচারা মোষটা ওই ছেলেটাকে দেখে ভয়ে পালাতে গিয়ে এই কাণ্ড ঘটল। আর একজন যোগ করলেন, এই কারণেই স্কেটবোর্ড নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট পরে থাকা উচিত।