ভিডিয়ো: ছাদনাতলায় চুলোচুলি, তুমুল মারপিট, কিছুতেই থামানো যাচ্ছে না বর-কনেকে

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 21, 2023 | 6:38 PM

Viral Story: ঘটনার সূত্রপাত কোথায়? ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বর কনেকে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলেন। কিন্তু, মিষ্টি খেতে চাননি নববধূ। বাধা দেন স্বামীকে।

ভিডিয়ো: ছাদনাতলায় চুলোচুলি, তুমুল মারপিট, কিছুতেই থামানো যাচ্ছে না বর-কনেকে

Follow Us

কলকাতা: সানাইয়ের সুর। ফুলের ডালিতে সাজানো ছাদনাতলা। হাসি মুখে হচ্ছে বর-কনের শুভদৃষ্টি। এরকম একটা দিনের অপেক্ষা কমবেশি সকলেই করে থাকেন। দেখেন কত স্বপ্ন। স্বপ্নপূরণের সেই দিনেই যদি  ঘটে যায় বড় বিপত্তি, ঘটে যায় বিশ্রী কোনও ঘটনা তাহলে কার ভাল লাগে বলুন! এবার সেই ছাদনাতলাতে দাঁড়িয়ে হাসিমুখে প্রেমালাপের পরিবর্তে একে অপরকে চড় মেরে বসলেন বর-কনে দুজনেই। শুধু একবার নয়, লাগাতার চড় মারতে থাকলেন একে অপরকে। বেশ খানিকক্ষণ চলল হাতাহাতি। শেষে আত্মীয়স্বজনরা এসে থামালেন মারমুখী বর-কনেকে (Bride and groom fight)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো ফেলে দিয়েছে জোর শোরগোল। 

ঘটনার সূত্রপাত কোথায়? ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বর কনেকে মিষ্টি খাওয়াতে যাচ্ছিলেন। কিন্তু, মিষ্টি খেতে চাননি নববধূ। বাধা দেন স্বামীকে। তখন স্বামী তাঁর মুখে মিষ্টিটা চেপে ধরেন। ঠিক তখনই সকলের সামনেই সপাটে তাঁর গালে একটা চড়ও বসিয়ে দেন। তাতেই আরও ক্ষেপে যান স্বামী। পাল্টা বউয়ের গালে চড় বসিয়ে দেন তিনিও। এরপর শুরু হয় জামা-কাপড় ধরে টানাটানি। শুরু হয় তুমুল হাতাহাতি। যা দেখে তাজ্জব হয়ে যান বিয়েবাড়িতে আসা আমন্ত্রিতরা। 

তবে সেদিকে হুঁশ নেই বর-কনের। ততক্ষণে শুরু হয়ে গিয়ছে চুলোচুলি। সোফায় ফেলে একে অপরকে মারতে থাকেন। থ হয়ে যান পাশে থাকা আত্মীয়স্বজনরা। তাঁরা তাঁদের থামানোর চেষ্টা করলেও প্রথমকে কোনও কাজ হয়নি। একজনকে দেখা যায় মারমুখী যুবককে জোর করে দূরে সরিয়ে নিয়ে যেতে। যদিও তখনও রাগ কমেনি তাঁর। কনের উদ্দেশে হাত-পা ছুড়তে থাকেন তিনি।

Next Article