Latest Viral Video: সোশ্যাল মিডিয়া মানেই সেখানে বিভিন্ন কনটেন্টের বিপুল সম্ভার। হরেক কিসিমের ভিডিয়ো আপনি দেখতে পেয়ে যাবেন এখানে। তার মধ্যে কিছু আপনাকে হাসাতে পারে, কিছু আবার আপনার চোখে জল এনে দিতে পারে। তবে ভাইরাল হওয়ার উদগ্র বাসনা যে কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে কতটা পরিমাণে রয়েছে, তা দেখলে আপনি কিছুটা মজাই পাবেন। ইনস্টা হোক বা ফেসবুক, অনলাইন হলেই আপনি সোশ্যাল মিডিয়ায় নানাবিধ ভিডিয়ো দেখতে পান। কিন্তু এমন ভিডিয়ো কি কখনও আপনার নজরে এসেছে, যেখানে একটি মেয়েকে তাড়া করেছে একটি ষাঁড়? সেরকমই একটা ভিডিয়ো সম্প্রতি ব্যাপক ভাইরাল হয়েছে।
যে ইনস্টাগ্রাম ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তা অনেকটাই জাল্লিকাট্টুর মতো। তামিলনাড়ুর এই খেলা নিয়ে দেশবাসীর মধ্যে তীব্র উন্মাদনা রয়েছে। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি বেদনাদায়ক দৃশ্য ফুটে উঠেছে। কালো রঙের ওয়ান-পিস পরিহিত একটি মেয়েকে দেখা গেল দৌড়তে। আর তার পিছু পিছু ছুটতে দেখা গেল একটি ক্ষিপ্ত ষাঁড়কে। মেয়েটি ওই ষাঁড়ের হানা থেকে পালানোর চেষ্টা করছিল।
এটিও আসলে একটি খেলা। অনেকজন পুরুষ ওই ষাঁড়ের কড়াল গ্রাস থেকে পাতালে সক্ষম হয়েছিল, যাঁরা ওই খেলায় অংশগ্রহণ করেছিল। তাঁদের মধ্যে মেয়েটাই ছিল আদার ব্যাপারী, এই খেলার সঙ্গে দূর-দূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক ছিল না। কিন্তু ঘটনাস্থলে সে সময় মেয়েটি চলে আসার ফলে ষাঁড়ের টার্গেট হয়ে যায়। পালাতে ব্যর্থ হয়, একটা গ্রিলে গিয়ে ধাক্কা মারে। ঠিক সেই সময়ই ষাঁড়টি মেয়েটিকে পিছন থেকে বার কয়েক গুঁতো মারে।
পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারত। কিন্তু সেই মেয়েটি এতটাই রোগা যে, গ্রিলের ভিতর দিয়ে টুক করে ঢুকে পড়ে সে। সেখানে যে দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁরাই মেয়েটিকে সেখানে টেনে নিয়ে আসে। কপিল বিষ্ণোই নামের এক ইনস্টা ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন, যা এখন রীতিমতো ভাইরাল। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘আর মাত্র কয়েক সেকেন্ড হলেই আরও বড় বিপদ হতে পারত।’ আর একজন মজা করে যোগ করলেন, ‘মেয়েটিকে কে এখানে আসতে বলেছিল!’