Latest Optical Illusion: ইনস্টাগ্রামে অপটিক্যাল ইলিউশন নামক পেজ থেকে দুর্দান্ত একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবি একটি লাল বৃত্ত রয়েছে। দাবি করা হচ্ছে, ওই লাল বৃত্তের দিকে 3 সেকেন্ড তাকিয়ে থাকলেই একটি প্রাণী দেখা যাবে। কোন প্রাণী দেখা যেতে পারে, তার দুটি অপশনও দেওয়া হয়েছে ছবিতে। ক্যাপশনে লেখা হয়েছে, “কিছু কি দেখতে পেলেন? মাথাটা ঠান্ডা করে এই লাল বৃত্তের দিকে তাকিয়ে থাকুন।” সদ্য ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে নেটপাড়ার লোকজনও একপ্রকার বিভ্রান্ত। তাঁরা বলছেন, এটি কেবলই একটি বৃত্ত মাত্র, এর মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। কেউ আবার বলেছেন, এটি কোনও অপটিক্যাল ইলিউশন নয়, কেবলই একটা ফটোগ্রাফ মাত্র।
তবে সত্যিই এটি একটি ছবির ধাঁধা। দৃষ্টিশক্তির পরীক্ষা করার জন্য এই লাল বৃত্তটি তৈরি করেছেন প্লেবাজ়ের জ্যাক ও’নেইল নামের এক আর্টিস্ট। অনেকেই এই লাল বৃত্তের মধ্যে একটি ছবি দেখতে পেয়েছেন ঠিকই। কিন্তু সেই ছবিটা যে কীসের, তা বলতে পারেননি তাঁরা। কেউ কেউ আবার ধরতে পেরেছেন, লাল বৃত্তটার ওখানে একটা প্রাণী আছে। কিন্তু সেটা আসলে কোন প্রাণী, তা বলতে পারেননি তাঁরা।
এবার আপনার পালা। ভাল করে ছবিটার দিকে একবার তাকিয়ে থাকুন তো। লাল বৃত্তটার ভিতরে কি কোনও প্রাণী দেখতে পেলেন? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটা অংশ প্রাণী দেখতে পেয়েছেন, আর একটা অংশ কিছুই দেখতে পাননি লাল বৃত্তটা ছাড়া। ইউজারদের নানাবিধ মন্তব্যে ছবির কমেন্ট সেকশন পরিপূর্ণ হয়ে গিয়েছে। অনেক ইউজ়ারই দাবি করেছেন, তাঁরা এই লাল বৃত্তটার মধ্যে একটি ঘোড়া দেখতে পেয়েছেন। আর সেটাই হল সঠিক উত্তর। লাল বৃত্তটা আসলে একটি ঘোড়ার উপরেই আঁকা হয়েছে।
তবে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের আরও বিভিন্ন প্রাণীদের কথা বলেছেন। কেউ বলেছেন, এই ছবিতে গরু রয়েছে। কেউ আবার বলেছেন, এখানে কুকুর রয়েছে। সিংহ, এমনকী গাধাও দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন অনেকে। তাঁরা খুব সম্ভবত ছবিটার দিকে খুঁটিয়ে তাকাননি বলেই সঠিক উত্তরটা দিতে পারেননি। একজন আবার লিখেছেন, “আমি বিভ্রান্ত”। অপর জন যোগ করেছেন, “কিসসু দেখতে পাচ্ছি না আমি।”
সঠিক উত্তরটা হল, এই লাল বৃত্তটার দিকে আপনি যদি 3 সেকেন্ড তাকিয়ে থাকেন তাহলে একটি ঘোড়াকে দেখতে পাবেন।