Viral Video: খাটের উপর উঠে উটের অসাধারণ নাচ! প্রথম বার দেখে নেটিজ়েনদের অবাক প্রতিক্রিয়া

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 23, 2023 | 7:41 PM

Viral Video Today: মরুভূমিতে উটকে আপনি হাঁটতে দেখেছেন, বড়জোর দৌড়তে দেখেছেন, কিন্তু তা বলে আবার উট নাচে (Dance) নাকি? এরকম একটা ভিডিয়ো আজকের সোশ্যাল মিডিয়া আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। সেখানেই একটি উটকে নাচতে দেখা গিয়েছে।

Viral Video: খাটের উপর উঠে উটের অসাধারণ নাচ! প্রথম বার দেখে নেটিজ়েনদের অবাক প্রতিক্রিয়া
উটকে এর আগে কখনও নাচতে দেখেছিলেন?

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কত কী আমাদের নজরে আসে, আর কত কী-ই আমাদের দেখতে হয়, তা সত্যিই ধারণারও বাইরে। আচ্ছা বলুন তো, আপনি কখনও একটা উটকে (Camel) নাচতে দেখেছেন? দেখেননি, তাই তো? মরুভূমিতে উটকে আপনি হাঁটতে দেখেছেন, বড়জোর দৌড়তে দেখেছেন, কিন্তু তা বলে আবার উট নাচে (Dance) নাকি? এরকম একটা ভিডিয়ো আজকের সোশ্যাল মিডিয়া আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। সেখানেই একটি উটকে নাচতে দেখা গিয়েছে। উটের সেই নাচের ভিডিয়ো দেখলে আপনি অবাক হয়ে যাবেন!

ভিডিয়োটি দেখা বোঝা যাচ্ছে, তা সম্ভবত কোনও মেলার। সেখানেই একটি উটকে খাটের উপরে পা তুলে নাচতে দেখা গেল। আসলে যে খাটের উপরে উঠে উটটি নাচছিল, তার নিচের পায়াগুলি আসলে মাটিতে পুঁতে রাখা ছিল। মাটিতে ছিল একটি খাটিয়া আর তার উপরে ছিল আর একটি নিম্নমানের খাটিয়া, যেখানে দুই পা রেখে উটটি নাচছিল। উটের এই নাচ থুড়ি খেলাটিকে আরও উত্তেজনাপূর্ণ করতে তার মুখের সামনে একটি লাঠিও ধরা হয়, যাতে আগুন ছিল।


উটের নাচের এই দৃশ্য অনেকেই প্রথমবার দেখলেন। অনেকেরই মনপসন্দ হয়েছে ভিডিয়োটি। গত 16 জুন ভিডিয়োটি ইনস্টাগ্রামে @liveindiasabsefast নামক একটি পেজ থেকে পোস্ট করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘উটের নাচ।’ ভিডিয়োর ভিউ এর মধ্যেই প্রায় 8 লাখ এবং লাইক প্রায় 20 হাজার ছুঁতে চলেছে।

উটের কীর্তি দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। উটের খেলা যাঁরা দেখাচ্ছিলেন, তাঁদের প্রশংসাও করেছেন। কেউ কেউ আবার তীব্র ভর্ৎসনা করে বলেছেন, ‘একটা নিরীহ প্রাণীকে এই ধরনের কাজে বাধ্য করা আসলে নৃশংসতা।’ অনেকেই হয়তো জানেন না যে উট জল সংরক্ষণের ওস্তাদ। হিটেরোথার্মি নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তারা। একটা উট 10 মিনিটে 100 লিটার পর্যন্ত জল পান করতে পারে।

Next Article