Latest Viral Video: আশ্চর্যজনক সব ভিডিয়োর ভাণ্ডার এই সোশ্যাল মিডিয়া। এখানে এমনই সব ভিডিয়ো দেখা যায়, যা যে কোনও সময় যে কারও চোখ কপালে তুলে দিতে পারে যে কোনও সময়। সেরকমই একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে একটি তুলসী গাছকে (Tulsi Plant) আপনাআপনিই নড়তে দেখা গিয়েছে। সেই ভিডিয়োই এখন ইন্টারনেটে তুমুল ভাইরাল। অনেকে আবার দাবি করেছেন, তুলসী গাছটি নাচছে! কেউ কেউ আবার এই ভিডিয়ো দেখার পরেই দাবি করেছেন, তুলসী গাছে ঈশ্বার বিরাজ করেন।
ইনস্টাগ্রামে @saffron_bearer_no_1 নামক একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বড় গাছের নিচেই বসানো হয়েছে ছোট্ট একটি তুলসী গাছ। হঠাৎই দেখা গেল, সেই গাছটি নিজে থেকেই নড়াচড়া করছে। না, কেউ সেই গাছে হাত দেননি, কেই তা নাড়ানওনি। তারপরেও তা নড়ে উঠল। কেন হঠাৎ একটা তুলসী গাছ নড়ে উঠবে, তার কারণ খুঁজে না পেয়ে নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন।
সনাতন ধর্মে তুলসীকে দেবতা হিসেবে মানা হয়। তুলসী গাছে অনেকেই ধূপ দেখিয়ে পুজো করেন। চিকিৎসা ক্ষেত্রেও তুলসী গাছের পাতা ব্যাপক ভাবে কার্যকর। কিন্তু এখানে যে কাণ্ডটা ঘটেছে, তা সত্যিই অবাক করার মতো। ভিডিয়োটি যাঁরা রেকর্ড করছিলেন, তাঁদের কণ্ঠস্বর শোনা গিয়েছে। দৃশ্যটি দেখার পরে তাঁরা যে কতটা বিস্মিত হয়েছিলেন, তা তাঁদের কণ্ঠস্বরেই পরিষ্কার হয়ে গিয়েছে।
প্রায় 37 লাখেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। কেউ বলেছেন, এটি অলৌকিক ঘটনা। কেউ আবার এটিকে স্রেফ কুসংস্কার আখ্যায়িত করেছেন। একজন তো পরিষ্কার লিখেই দিলেন, ক্যামেরা নড়াচাড়া করে কুসংস্কার ছড়াচ্ছেন কেন? আর একজন বলেছেন, ওখানে অনেক পিঁপড়ে ছিল, যাদের কারণে তুলসী গাছটা নড়ছিল।