Viral Video: কুয়ো থেকে লেপার্ড উদ্ধারে দেখানো হল ভয়! মুখের কাছে আগুন ধরতেই বেরিয়ে এসে মারছুট…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 24, 2023 | 9:28 AM

Viral Video Today: কর্ণাটকের (Karnataka) কোনও এক জায়গায় একটি লেপার্ডকে উদ্ধারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, উদ্ধারকারী দলটিকে মই এবং আগুনের সাহায্যে লেপার্ডটিকে কুয়ো থেকে তুলতে। এই বিরল দৃশ্য অর্থাৎ লেপার্ড উদ্ধারের এহেন অনন্য কায়দা দেখে অনেকেই অবাক হয়েছেন।

Viral Video: কুয়ো থেকে লেপার্ড উদ্ধারে দেখানো হল ভয়! মুখের কাছে আগুন ধরতেই বেরিয়ে এসে মারছুট...
লেপার্ড উদ্ধারে তাকেই দেখানো হল ভয়!

Follow Us

Viral Video: চিতাবাঘের কুয়োয় পড়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। একাধিক বার দেখা গিয়েছে, রাত্রিবেলা লোকালয়ে ঢুকে কুয়োর মধ্যে পড়ে গিয়েছে লেপার্ড (Leopard)। তারপর তাকে উদ্ধারে কালঘাম ছুটে যায় উদ্ধারকারী দলের। এবার কর্ণাটকের (Karnataka) কোনও এক জায়গায় একটি লেপার্ডকে উদ্ধারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, উদ্ধারকারী দলটিকে মই এবং আগুনের সাহায্যে লেপার্ডটিকে কুয়ো থেকে তুলতে। এই বিরল দৃশ্য অর্থাৎ লেপার্ড উদ্ধারের এহেন অনন্য কায়দা দেখে অনেকেই অবাক হয়েছেন। অনেকেই বলছেন, জীবন বাঁচাতে অনেক সময় অনন্য কিছু কৌশলেরও সাহায্য নিতে হয়।

ভিডিয়োটি 54 সেকেন্ডের। সেখানে কয়েকজনকে দেখা গিয়েছে, কুয়ো থেকে লেপার্ডটিকে উদ্ধারের চেষ্টা করতে। প্রথমে তারা ওই কুয়োর ভিতরে একটি মই রেখে দেয়। কিন্তু তাতে কিছুতেই বেরিয়ে আসতে পারে না লেপার্ডটি। তারপরই তারা ওই কুয়োর ভিতরেই একটি লাঠিতে আগুন জ্বালিয়ে কুয়োর ভিতরে কিছুক্ষণ ঢুকিয়ে রাখে। তাতে লেপার্ডটি ভয় পেয়ে যায় এবং আগুন থেকে বাঁচতে সে সিঁড়ি বেয়ে তরতর করে কুয়ো থেকে উঠে আসে। বেরিয়ে আসারা পর জীবনের স্বাদ পেতেই সে দৌড় লাগায় পাশের মাঠের দিকে।


টুইটারে @singhsahana নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে গত 22 জুন। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, কর্ণাটকের কোথাও একটি কুয়োতে লেপার্ডটি পড়ে গিয়েছিল। তাকে বের করার জন্য কুয়োর ভিতরে মই বসানো হয়েছিল। কিন্তু লেপার্ডটি তাতে ঘাবড়ে যায় এবং তাকে বের করতে লাঠিতে আগুন ধরিয়ে তার কাছে নিয়ে যাওয়া হয়। শেষে আগুন থেকে বাঁচতে সিঁড়ি বেয়ে উঠে এসে বনের দিকে ছুটে যায় লেপার্ডটি।

প্রাণীটি কুয়ো থেকে বেরিয়ে আসার সময় উদ্ধারকারী দলের সকলে পিছু হটেছিলেন ঠিকই। কিন্তু লেপার্ডটি মুক্ত হওয়ায় তাঁরা অত্যন্ত খুশিও হয়েছিলেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় 81 হাজারেরও বেশি ভিউ হয়েছে এবং কয়েক হাজার লাইক পড়েছে।

Next Article