Latest Viral Video: বিড়াল অনেকেরই বাড়ির পোষ্য। সে আকারে ছোট, ওজনে হাল্কা। অতি অবশ্যই কিউট, ক্ষতিকারকও নয়। তবে এটা ভুললে চলবে না যে, বিড়ালরা কিন্তু জন্মগত শিকারী। আপনি যে প্রাণীকে দেখে ভয় পান, তার সঙ্গে একটা বিড়াল এমনই লড়াই করবে যে অবাক হয়ে যাবেন। তেমনই একটা ভিডিয়ো সামনে এসেছে। বিড়ালের (Cat) ক্ষমতা, দুঃসাহস নিয়ে যাঁদের মনে প্রশ্ন আছে, এই ভিডিয়ো দেখলে তাঁদের চোখ কপালে উঠবে! একটি সাপকে (Snake) এমনই ভাবে ডরাল ছোট্ট একটা বিড়াল, যা দেখে ঘুম উড়তে পারে অনেকেরই।
ভিডিয়োতে দুটি বিড়ালকে দেখা গিয়েছে। আর দেখা গিয়েছে একটি সাপকে। তাদের মধ্যে একটির দিকে তেড়ে যাচ্ছে সাপটি। কিন্তু সে বিড়াল যে দমার পাত্র নয়। সাপটা যখনই তার দিকে এগিয়ে গেল, ঠিক তখনই সে এমন ভাবেই তাকে বাধা দিল, সাপটা শেষমেশ বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়।
খুবই দ্রুততার সঙ্গে বিড়ালটিকে আক্রমণ করতে এগিয়ে গিয়েছিল সাপটি। তার পাল্টা খেতে হল দুই থাপ্পড়। যত বার সেই সাপ এগোল, ততবারই বিড়ালটি তাকে থাপ্পড় মেরে নামিয়ে দিল।
The average cat’s reaction time is approximately 20-70 milliseconds, which is faster than the average snake’s reaction time, 44-70 milliseconds. pic.twitter.com/hykJwX894r
— Terrifying Nature (@TerrifyingNatur) May 2, 2023
টুইটারে @TerrifyingNatur নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “গড়ে 20-70 মিলিসেকেন্ড সময়ে বিড়ালটি প্রতিক্রিয়া জানাতে পেরেছে, যা সাপের গড় প্রতিক্রিয়ার থেকে 44-70 মিলিসেকেন্ড বেশি।”
মানুষজন কিছু মজাদার কমেন্ট করেছেন এই ভিডিয়োটি দেখার পর। কেউ বলেছেন, “এই সাপটার সাহস দেখে আমার এখন যুদ্ধক্ষেত্রে যেতে ইচ্ছে করছে।” কেউ আবার যোগ করে বলছেন, “বিড়ালরা যে সাপদের এভাবে প্রতিহত করতে পারে, আমার জানা ছিল না।”