Viral Video: প্রথম বার চলন্ত সিঁড়িতে চড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা, একজন শুয়ে অপরজন বসেই উঠলেন…!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 07, 2023 | 9:07 PM

Viral Video Today: চলন্ত সিঁড়িতে (Escalator) উঠতে গিয়ে পা হড়কে পড়ে গেলেন এক মহিলা। আসলে একজন নয়, দুজন মহিলাই (Women) পড়ে গিয়েছিলেন। তারপর তাঁদের একজন উপরে উঠলেন বসে-বসে, আর একজন উঠলেন শুয়ে-শুয়ে। সেই কাণ্ড দেখার পরে নেটিজ়েনরা হেসে কুটিপাটি খাচ্ছেন।

Viral Video: প্রথম বার চলন্ত সিঁড়িতে চড়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা, একজন শুয়ে অপরজন বসেই উঠলেন...!
চলন্ত সিঁড়ি যখন জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে!

Follow Us

Latest Viral Video: প্রথম বার চলমান সিঁড়িতে ওঠাটা অনেকের কাছেই ভয়ের। একবার পড়ে গেলে আর রক্ষে নেই! একবার একটু সাহস করে উঠে পড়লে তার পরের বার থেকে আর সেই ভয়টা মনের মধ্যে কাজ করে না। কিন্তু সেই একবার ওঠার কাজটাই তো অনেকের কাছে ভয়ের। একটা ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চলন্ত সিঁড়িতে (Escalator) উঠতে গিয়ে পা হড়কে পড়ে গেলেন এক মহিলা। আসলে একজন নয়, দুজন মহিলাই (Women) পড়ে গিয়েছিলেন। তারপর তাঁদের একজন উপরে উঠলেন বসে-বসে, আর একজন উঠলেন শুয়ে-শুয়ে। সেই কাণ্ড দেখার পরে নেটিজ়েনরা হেসে কুটিপাটি খাচ্ছেন।

ভিডিয়োতে দেখা গেল, চলন্ত সিঁড়িতে এক যুবক উঠছেন দুই বয়স্ক মহিলাকে সঙ্গে নিয়ে। তিনজনে একে অপরের হাত ধরেছিলেন। এক্কেবারে পিছনে যে মহিলা ছিলেন, তিনি হঠাৎই পা হড়কে পড়ে গেলেন। যেহেতু হাত ধরেছিলেন তিনি, আর এক মহিলাও পড়ে গেলেন। সেই যুবকটি কিন্তু পড়ে যাননি। তিনিই সবার প্রথমে সিঁড়ি দিয়ে উঠে গেলেন।


এদিকে ওই দুই মহিলার একজন শুয়ে শুয়েই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। আর অপরজন উঠলেন বসে বসে। তাঁদের দুজনের এমন কাণ্ড দেখে ওই শপিং মলে অনেক মানুষ জড়ো হয়ে যান। ওই সিঁড়িটা দিয়ে আবার কেউ উঠতেও পারছিলেন না। তবে যেভাবে তাঁরা উপরে উঠছিলেন, তাতে যে কোনও সময় বড়সড় বিপদ ঘটে যেতে পারত। বরাতজোরেই তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন।

এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে Flipside Magazine নামক একটি ইনস্টা পেজ থেকে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। কেউ বলেছেন, “এতো সিরিয়াস একটা বিষয় নিয়ে কেন হাসাহাসি করছেন! এই অবস্থায় ভয়ঙ্কর কিছু হতে পারত।” কেউ আবার বলেছেন, “ওই ছেলেটাই ভুল করেছে দুজনকে একসঙ্গে তুলতে গিয়ে।”

Next Article