ফ্যামিলি ডিনারের নাম শুনলেই বেশিরভাগের মুখে কিন্তু চওড়া হাসি দেখা দেবে। বাড়ির ডাইনিং টেবিলে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করার মজাই আলাদা। নানা রকমের গল্প, হাসি-মজা সবই চলে ভোজনের ফাঁকে। সারাদিন খুব ক্লান্তিতে থাকলে কিংবা প্রচুর স্ট্রেস থাকলে, একটা জমজমাট ডিনার কিন্তু নিমেষে আপনার মন ভাল করে দিতে পারে। কিন্তু এই ফ্যামিলি ডিনারই যে কারও জীবনে সাংঘাতিক হয়ে উঠতে পারে ইউটিউবের এই ভাইরাল ভিডিয়ো না দেখলে হয়তো বিশ্বাস করতেন না অনেকেই। ViralHog ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে এই ভিডিয়ো, যা দেখে কার্যত আঁতকে উঠবেন আপনি। নেটিজ়েনদের অনেকেই এর মধ্যে এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন। অনেকেরই বক্তব্য একচুল এদিক-ওদিক হলে যে কী ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারত, তা কল্পনাও করতে পারছেন না তাঁরা।
ঠিক কী দেখা গিয়েছে ইউটিউবের ওই ভাইরাল ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা গিয়েছে, পরিবারের সব সদস্য একসঙ্গে রাতের খাবার খেতে বসেছে। মা বাবার সঙ্গে রয়েছে তাঁদের তিন সন্তানও। গল্প করতে করতে দিব্যি খোশমেজাজে চলছিল খাওয়া-দাওয়া। আচমকাই মাথার উপর ছাদ থেকে ভেঙে পড়ল সিলিং ফ্যান। সজোরে এসে আছড়ে পড়ল মাটিতে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন সকলেই। সবচেয়ে ছোট বাচ্চাটি একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিল। মাথার উপর থেকে সিলিং ফ্যান ভেঙে প্রায় বাড়ির কর্তার গায়েই পড়েছিল। তবে এ যাত্রায় কোনও গুরুতর চোট পাননি তিনি। পরিবারের বাকিরাও সুস্থ রয়েছেন। নেটিজ়েনদের অনেকে বলেছেন, বরাত জোরে এ যাত্রায় বেঁচে গিয়েছেন বাড়ির কর্তা। সিলিং ফ্যানটা তো মাথাতেও ভেঙে পড়তে পারত। ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো
ভিডিয়োতে দেখা গিয়েছে ফ্যানটা ভেঙে পড়ার পর কয়েক সেকেন্ড কেমন যেন থম মেরে গিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। ঠিক করে বুঝতেই পারছিলেন না যে এমনটা কী ভাবে হল। বাড়ির কর্তা অবশ্য একটু পরেই উঠে ফ্যানটা নিয়ে নাড়াচাড়া করে সেটা সরিয়ে দিয়েছিলেন ওই জায়গা থেকে। কিন্তু সকলের চোখে মুখে হতবাক হওয়ার ছাপ তখনও স্পষ্ট। এভাবে যে আচমকা সিলিং ফ্যানটি ভেঙে পড়তে পারে ঘুণাক্ষরেও তা টের পাননি কেউ। জানা গিয়েছে, চলতি বছর ৮ জুলাই এই ঘটনা ঘটেছিল ভিয়েতনামের Bac Ninh এলাকায়। নেটিজ়েনদের প্রায় সকলেই বলেছেন, নেহাত কপাল ভাল তাই এত বড় দুর্ঘটনার পরেও কারও কোনও চোট-আঘাত লাগেনি। একটুর জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার আকস্মিকতায় ভিয়েতনামের ওই পরিবারের পাশাপাশি হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়াও।
আরও পড়ুন- Viral Video: বিয়ের আসরে ঢুকতেই চাইছেন না কনে! কিন্তু কেন? দেখুন ভিডিয়ো
ফ্যামিলি ডিনারের নাম শুনলেই বেশিরভাগের মুখে কিন্তু চওড়া হাসি দেখা দেবে। বাড়ির ডাইনিং টেবিলে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করার মজাই আলাদা। নানা রকমের গল্প, হাসি-মজা সবই চলে ভোজনের ফাঁকে। সারাদিন খুব ক্লান্তিতে থাকলে কিংবা প্রচুর স্ট্রেস থাকলে, একটা জমজমাট ডিনার কিন্তু নিমেষে আপনার মন ভাল করে দিতে পারে। কিন্তু এই ফ্যামিলি ডিনারই যে কারও জীবনে সাংঘাতিক হয়ে উঠতে পারে ইউটিউবের এই ভাইরাল ভিডিয়ো না দেখলে হয়তো বিশ্বাস করতেন না অনেকেই। ViralHog ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে এই ভিডিয়ো, যা দেখে কার্যত আঁতকে উঠবেন আপনি। নেটিজ়েনদের অনেকেই এর মধ্যে এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন। অনেকেরই বক্তব্য একচুল এদিক-ওদিক হলে যে কী ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারত, তা কল্পনাও করতে পারছেন না তাঁরা।
ঠিক কী দেখা গিয়েছে ইউটিউবের ওই ভাইরাল ভিডিয়োতে?
ভিডিয়োতে দেখা গিয়েছে, পরিবারের সব সদস্য একসঙ্গে রাতের খাবার খেতে বসেছে। মা বাবার সঙ্গে রয়েছে তাঁদের তিন সন্তানও। গল্প করতে করতে দিব্যি খোশমেজাজে চলছিল খাওয়া-দাওয়া। আচমকাই মাথার উপর ছাদ থেকে ভেঙে পড়ল সিলিং ফ্যান। সজোরে এসে আছড়ে পড়ল মাটিতে। ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন সকলেই। সবচেয়ে ছোট বাচ্চাটি একটু বেশিই ভয় পেয়ে গিয়েছিল। মাথার উপর থেকে সিলিং ফ্যান ভেঙে প্রায় বাড়ির কর্তার গায়েই পড়েছিল। তবে এ যাত্রায় কোনও গুরুতর চোট পাননি তিনি। পরিবারের বাকিরাও সুস্থ রয়েছেন। নেটিজ়েনদের অনেকে বলেছেন, বরাত জোরে এ যাত্রায় বেঁচে গিয়েছেন বাড়ির কর্তা। সিলিং ফ্যানটা তো মাথাতেও ভেঙে পড়তে পারত। ভাগ্য সহায় থাকায় এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো
ভিডিয়োতে দেখা গিয়েছে ফ্যানটা ভেঙে পড়ার পর কয়েক সেকেন্ড কেমন যেন থম মেরে গিয়েছিলেন ওই পরিবারের সদস্যরা। ঠিক করে বুঝতেই পারছিলেন না যে এমনটা কী ভাবে হল। বাড়ির কর্তা অবশ্য একটু পরেই উঠে ফ্যানটা নিয়ে নাড়াচাড়া করে সেটা সরিয়ে দিয়েছিলেন ওই জায়গা থেকে। কিন্তু সকলের চোখে মুখে হতবাক হওয়ার ছাপ তখনও স্পষ্ট। এভাবে যে আচমকা সিলিং ফ্যানটি ভেঙে পড়তে পারে ঘুণাক্ষরেও তা টের পাননি কেউ। জানা গিয়েছে, চলতি বছর ৮ জুলাই এই ঘটনা ঘটেছিল ভিয়েতনামের Bac Ninh এলাকায়। নেটিজ়েনদের প্রায় সকলেই বলেছেন, নেহাত কপাল ভাল তাই এত বড় দুর্ঘটনার পরেও কারও কোনও চোট-আঘাত লাগেনি। একটুর জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার আকস্মিকতায় ভিয়েতনামের ওই পরিবারের পাশাপাশি হতবাক হয়ে গিয়েছে নেট দুনিয়াও।
আরও পড়ুন- Viral Video: বিয়ের আসরে ঢুকতেই চাইছেন না কনে! কিন্তু কেন? দেখুন ভিডিয়ো