Optical Illusion Video: আট থেকে আশি আজকাল অপটিক্যাল ইলিউশনে বুঁদ! এই ছবিগুলি এত আকর্ষণীয় কারণ বাস্তবতা এবং উপলব্ধি একত্রিত হয়ে মানুষকে দীর্ঘক্ষণ নিমজ্জমান রাখতে পারে। একটা ছবির ধাঁধা মানুষের মনে যেমন বিভ্রান্তির সৃষ্টি করে, তেমনই আবার আনন্দও দেয়। তাই তো নেটিজ়েনরা এই ধরনের ছবিগুলি এত পছন্দ করেন নিজেদের চাক্ষুষ উপলব্ধিকেই আখেরে চ্যালেঞ্জ জানাতে এবং মস্তিষ্ককে এমন কিছু দেখার জন্য তৈরি করে, যা আদতে নেই। হালফিলে সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনগুলি মানুষকে মাথা ঘামাতে বাধ্য করছে। সেরকমই একটা ভিডিয়ো আপনার জন্য হাজির হয়েছে। এই ভিডিয়োতে রয়েছে একাধিক বৃত্ত। এখন আপনি কোথায় দেখছেন, তার উপরে নির্ভর করে বৃত্তগুলি নিজেদের রং এবং অবস্থান পরিবর্তন করতে পারে।
এই অপটিক্যাল ইলিউশনে ঠিক কী রয়েছে?
এই অপটিক্যাল ইলিউশন আজকের নয়, অনেক দিন আগেকার। তবে প্রত্যেক বারই এটি নতুন ভাবে আবির্ভূত হয় এবং মানুষকে বারবার বোকা বানায়! টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনি যদি গোলাপি বৃত্তগুলি দেখেন, তাহলে সব বৃত্ত গোলাপিই দেখবেন। কিন্তু আপনি যদি মাঝখানে + চিহ্নে ফোকাস করেন, তাহলে চলমান এই বৃত্তগুলি সবুজ হয়ে যাবে। আবার আপনি যদি সেই + চিহ্নের দিকেই দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন, তাহলে গোলাপি বৃত্তগুলি অদৃশ্য হয়ে যাবে এবং শুধুই ঘূর্ণায়মান সবুজ বৃত্তটি থেকে যাবে।’
– If you follow the pink circle you will see all pink.
– The moving circle will be green if you focus on the +’in the middle.
– If you focus long on the +’in the middle, the pink circles will disappear and only the rotating green circle will remain. pic.twitter.com/iunQAj2T5N— Figen (@TheFigen_) June 30, 2023
কী বুঝলেন?
ঠিক যেমনটা বলা হয়েছে, আপনার জন্যও কি এই অপটিক্যাল ইলিউশন সেই ভাবেই কাজ করেছে? TV9 বাংলা ডিজিটালের তরফে এই অপটিক্যাল ইলিউশনটি পরীক্ষা করে দেখা হয়েছে। ভিডিয়োর বর্ণনায় ঠিক যেমন বলা হয়েছে, আমরাও ঠিক তেমনটাই পরখ করতে পেরেছি। আপনি একবার চেষ্টা করে দেখুন।
নেটিজ়েনরা কী বলছেন?
ভিডিয়োটি দেখে নেটিজ়েনরা খুশি হয়েছেন। তাঁরা দাবি করেছেন, যা বলা হয়েছে তাঁদের চোখেও ঠিক তাই ধরা পড়েছে। একজন লিখছেন, ‘এই ধরনের ভিডিয়ো যেন চোখের জন্যও শান্তির। ঠিকঠাক কাজ করেছে এটি।’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘একদম ঠিক, যা বলেছেন তাই হয়েছে আমার সঙ্গে।’