Viral Video: মাথায় জল ছিটিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা মানুষজনকে জাগানো, পুলিশকর্মীর কাণ্ডে তীব্র নিন্দা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 02, 2023 | 4:57 PM

Viral Video Today: প্ল্যাটফর্মে তখন যে বিরাট ভিড়ভাট্টা ছিল এমনটাও নয়। কিন্তু তারপরেও তাঁদের জবরদস্তি ঘুম থেকে তুলে দিতে হল, ছেটানো হল জল। জানা গিয়েছে, এই ঘটনাটি পুণে রেলওয়ে স্টেশনের (Pune Railway Station)।

Viral Video: মাথায় জল ছিটিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা মানুষজনকে জাগানো, পুলিশকর্মীর কাণ্ডে তীব্র নিন্দা
ছিঃ!! এ আবার কেমন পুলিশ...

Follow Us

Latest Viral Video: তাঁরা রাত জাগেন বলে নিশ্চিন্তে ঘুমাতে যান সাধারণ মানুষ। অতন্দ্র প্রহরার কাজে সদাব্যস্ত পুলিশের নিন্দাজনক কিছু কাজে আবার সাধারণ মানুষ লজ্জিতও হন। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। রেলস্টেশনে ঘুমন্ত যাত্রীদের তোলার জন্য এক জঘন্য পন্থা অবলম্বন করেছেন এক পুলিশকর্মী (Police)। রাত্রিবেলা ব্যস্ততম রেলস্টেশনের প্ল্যাটফর্মে (Platform) অনেকেই শুয়ে রয়েছেন। ভাইরাল ভিডিয়োতে দেখা গেল, জল ছিটিয়ে সেই ঘুমিয়ে থাকা মানুষজনকে জাগাচ্ছেন এক পুলিশকর্মী। ভিডিয়োটি দেখার পরে ক্ষোভে ফুঁসছেন নেটপাড়ার লোকজন।

রেলওয়ে প্ল্যাটফর্মে যে কয়েকজন ঘুমিয়ে ছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন সুইগির ডেলিভারি এজেন্ট। ছিলেন একজন বয়স্ক মানুষ, বয়স্ক এক মহিলাও সেখানে শুয়ে ছিলেন। কারও কোনও অসুবিধা করছিলেন না তাঁরা। একটা সারিতে শুয়েছিলেন তাঁরা। প্ল্যাটফর্মে তখন যে বিরাট ভিড়ভাট্টা ছিল এমনটাও নয়। কিন্তু তারপরেও তাঁদের জবরদস্তি ঘুম থেকে তুলে দিতে হল, ছেটানো হল জল। জানা গিয়েছে, এই ঘটনাটি পুণে রেলওয়ে স্টেশনের (Pune Railway Station)।


টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, @rupen_chowdhury নামক একটি হ্যান্ডেল থেকে। প্রায় 2.7 মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। বহু মানুষ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন ভিডিয়োতে। ‘অমানবিক’ এবং ‘নির্দয়’ আচরণের জন্য পুলিশের সমালোচনা করেছেন অনেকে। একজন লিখছেন, ‘ভাল করে ডেকেও ওদের ঘুম ভাঙানো যেত। এরকম আচরণের কোনও অর্থ নেই।’ আর একজন যোগ করলেন, ‘সুইগির ওই ডেলিভারি এজেন্টের মুখটা দেখে আমার খুব খারাপ লেগেছে।’

পুণের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) ইন্দু দুবে ঘটনার সত্যতা যাচাই করে নিয়ে বলেছেন, এই পরিস্থিতি সঠিক ভাবে পরিচালনা করা হয়নি। এই ঘটনায় যে তিনি ‘গভীর ভাবে অনুতপ্ত’, সে কথাও জানিয়েছেন। টুইটে দুবে লিখেছেন, ‘প্ল্যাটফর্মে ঘুমিয়ে থাকা মানুষজন যদি অন্যদের অসুবিধার কারণ হয়, তাহলে তা যে ভাবে পরিচালনা করা উচিত ছিল সে ভাবে হয়নি। যাত্রীদের সঙ্গে মর্যাদা ও ভদ্রতার সঙ্গে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ ভাবে পরামর্শ দেওয়া হয়েছে। আমি গভীর ভাবে অনুতপ্ত।’

Next Article