Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় সাপেদের বিভিন্ন ভিডিয়ো আমাদের নজর কাড়ে। চরম দুঃসাহসে কারও সাপ উদ্ধার, কখনও আবার কারও সাপ নিয়ে ছেলেখেলা, এই সব ভিডিয়ো দেখে বিস্মিত হই আমরা। এতো না হয় গেল ভিডিয়োর ব্যাপার। তবে সামনাসামনি সাপ দেখে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। সে সাপ বিষধর হোক বা না হোক, ছোট হোক বা বড়, সাপ দেখলেই আমরা আঁতকে উঠি। এবার সোশ্যাল মিডিয়ায় এমন এক বিস্ময় বালকের (Fearless Boy) সন্ধান মিলল, যার সাহস দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। মাত্র 6 বছরের সেই ছেলেটিকে দেখা গিয়েছে একটি বিশালাকার কিং কোবরাকে (King Cobra) নিয়ে রীতিমতো খেলা করতে।
টুইটারে ভিডিয়ো শেয়ার করা হয়েছে Subhash Chandra NS নামের একটি হ্যান্ডেল থেকে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই বাচ্চার বয়স মাত্র 6 বছর। বাচ্চাটির নাম বিরাজ প্রশনাথ। অকুতোভয় ছেলেটিকে দেখা গিয়েছে, বিরাট কিং কোবরাটির লেজ ধরে নাড়াচাড়া করতে। আর সেই সাপটিও অতীব শান্ত, সে-ও যেন বাচ্চার সঙ্গে এই খেলা যেন উপভোগ করছে। টুইটারে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি উত্তর কর্ণাটকের সিরসি নামক একটি জায়গার।
#SixYearOLdVirajPrashanth from #SirsiInUttaraKannada handling #KingCobra–#TheLargestVenomousSnake in the world- story in #TheNewIndianExpress.@XpressBengaluru@santwana99 @Cloudnirad @ramupatil_TNIE @Amitsen_TNIE @ForestDept pic.twitter.com/VsfOpfvtCB
— Subhash Chandra NS (@ns_subhash) June 29, 2023
বাচ্চাটি ওই বিরাট সাপটিকে এমন ভাবেই ধরে রয়েছে, দেখে মনে হচ্ছে সাপেদের সঙ্গে যেন তার অপার টান। তার বদলে সাপটিও এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আবার যেন মনে হচ্ছে বাচ্চাদের সঙ্গে প্রাণীরা এরকমই হয়! সত্যি কথা বলতে গেলে কী, ভিডিয়ো দেখতে গিয়ে একটা সময় আপনার মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যেতে পারে।
লোকজন এই ভিডিয়ো দেখার পর রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছেন। একজন লিখলেন, ‘খুবই বিপজ্জনক একটা ঘটনা। এক সেকেন্ডের মধ্যে খেলাটা ঘুরে যেতে পারত।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘সাপের রাজাকে এড়িয়ে চলেন অভিজ্ঞ উদ্ধারকারীরাও। এই ছেলেটার তো দেখলাম, ভয়-ডর বলে কিসসু নেই।’ তৃতীয় জনের বক্তব্য, ‘আমি তো ভাবছি, এই ছেলেটার মা-বাবা তাকে ছেড়ে গিয়েছে কেন!’ আর একজনের বক্তব্য, ‘সকলের সেই এক কথা। বাচ্চাটা যেরকম সাপের সঙ্গে ব্যবহার করেছে, সাপটিও পরিবর্তে তাই ফিরিয়ে দিয়েছে। ওদের মধ্যে ভালবাসা ছাড়া আর কিছু নেই।’