Delhi Metro: আর নীতিপুলিশি নয়, এবার দিল্লি মেট্রোয় যুগলের চুম্বনের ছবি দেখে নেটিজ়েনদের আর্জি, ‘রোজ চুমু খাও…’

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 21, 2023 | 1:04 PM

Couple Kissing Delhi Metro: মেট্রোর সিটে বসে যুগলে (Couple) একে অপরকে জাপ্টে ধরে চুম্বন (Kissing) করছে। পোস্টের ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি গত 17 জুন, দিল্লি মেট্রোর ইয়েলো লাইনে ঘটেছে। সে সময় মেট্রোটি হুদা সিটি সেন্টারের দিকে যাচ্ছিল। এই ধরনের ঘটনা যেখানে নেটিজ়েনদের নীতিপুলিশির নিশানায় থাকে, এবারে কিন্তু তার অন্যথা হয়েছে।

Delhi Metro: আর নীতিপুলিশি নয়, এবার দিল্লি মেট্রোয় যুগলের চুম্বনের ছবি দেখে নেটিজ়েনদের আর্জি, রোজ চুমু খাও...
স্বাভাবিক করার, স্বাভাবিক ভাবার এবং স্বাভাবিক হিসেবে দেখার আর্জি নেটিজ়েনদের।

Follow Us

Couple Kissing: দেশের একমাত্র মেট্রো পরিষেবা বোধহয় দিল্লির, যা যাত্রীদের অবাক করা কাজকম্মের জন্য বিশ্ববাসীর নজর কেড়েছে। কখনও বসার আসন নিয়ে যাত্রীদের মধ্যে অশান্তি, কখনও অল্প পোশাকে উরফি জাভেদের ভক্তের মেট্রো যাত্রা তো কখনও আবার প্রকাশ্যে চুম্বন- দিল্লি মেট্রো (Delhi Metro) আছে দিল্লি মেট্রোতেই। তবে, সেখানে যুগলদের চুম্বনের ঘটনা যেন মুহূর্মুহু ঘটে চলেছে। এবার আর ভিডিয়ো নয়, ইন্টারনেটে একটা ছবি ছড়িয়ে পড়েছে। মেট্রোর সিটে বসে যুগলে (Couple) একে অপরকে জাপ্টে ধরে চুম্বন (Kissing) করছে। পোস্টের ক্যাপশন থেকে জানা গিয়েছে, ঘটনাটি গত 17 জুন, দিল্লি মেট্রোর ইয়েলো লাইনে ঘটেছে। সে সময় মেট্রোটি হুদা সিটি সেন্টারের দিকে যাচ্ছিল। এই ধরনের ঘটনা যেখানে নেটিজ়েনদের নীতিপুলিশির নিশানায় থাকে, এবারে কিন্তু তার অন্যথা হয়েছে। মানুষজন বলছেন, বিষয়টিকে এবার মেট্রোতে নর্ম্যাল করে দেওয়া উচিত। অর্থাৎ প্রকাশ্যে চুম্বন যে মেট্রোর অন্যান্য যাত্রীদের সমস্যার কারণ হতে পারে না, নেটিজ়েনরা এবার তার সপক্ষে কথা বলতে শুরু করেছেন।


টুইটারে Bhagat S Chingsubam নামক একটি হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করা হয়েছে। ছবিতে যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে ঠিকই। তবে তাঁদের মুখ দেখা যায়নি। আর যে অবস্থানে তাঁরা দুজনে বসেছিলেন, তা থেকে খুব সহজেই অনুমান করে নেওয়া যায় যে চুম্বনরত অবস্থায় ছিলেন যুগলে। জায়গাটা যে মেট্রোর কামড়া, কাপলের বসার ধরনটা দেখে বোঝার জো নেই! মেয়েটি তাঁর দুই পা তুলে দিয়েছেন ছেলেটির দিকে, দুজনে জড়িয়ে ধরে রয়েছেন দুজনকে। এরকম অবস্থায় মুখ দেখা না গেলেও, এটুকু তো পরিষ্কার হয়েই যায়, তাঁরা চুমুই খাচ্ছিলেন।


তবে, এবারের এই ঘটনায় নজর ঘোরানোর মতো বিষয়টি যুগলের চুম্বন নয়! সে তো এখন দিল্লি মেট্রোর রোজনামচা হয়ে গিয়েছে, বড্ড কমন। বরং, এবারের ঘটনা নেটিজ়েনদের কাছে বড়ই ‘স্বাভাবিক’। একজন লিখছেন, ‘একজন পুরুষ যখন মহিলাকে ছুরিকাঘাত করবে, দিল্লির লোকজন তখন তার পাশ দিয়ে চলে গেলেও কোনও প্রতিবাদ করবে না। কিন্তু এই ধরনের ঘটনা নজরে এলে তাঁদের আঁতে ঘা লাগে!’ তারপরই তিনি মানুষজনের কাছে আর্জি জানালেন, ভালবাসার অভিব্যক্তিটাকে আর পাঁচটি বিষয়ের মতো স্বাভাবিক ভাবেই গ্রহণ করতে। আর একজন যোগ করলেন, ‘আরও বেশি করে চুমু খাও, ওপেন চুমু খাও, প্রতিনিয়ত চুমু খাও। ওদের ঈর্ষান্বিত করুন। ভালবাসার জয় হোক।’


এদিকে যিনি এই ছবিটি শেয়ার করেছিলেন, তিনি পোস্টটিতে ট্যাগ করে দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে, দিল্লি পুলিশকে এবং দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে। পোস্টটি দিল্লি মেট্রোর নজরে আসা মাত্রা তারাও প্রতিক্রিয়া জানায়। দিল্লি মেট্রোর তরফে বলা হচ্ছে, ‘আপনার অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে, হুদা সিটি সেন্টারে চেক করা হয়েছে এবং এরকম কোনও যাত্রীর সন্ধান আমরা পাইনি।’

Next Article