Viral Video: সামনে না তাকিয়ে প্রেমিকার ঠোঁটে ঠোট! বেপরোয়া বাইক চালককে নেটিজ়েনদের তুলোধনা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 17, 2023 | 4:40 PM

Viral Video Today: ঘটনাটি রাজস্থানের জয়পুরের। ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছিলেন এক যুবক, পিছনে ছিলেন তাঁর প্রেমিকা। সকালের ব্যস্ততম রাস্তায় যুবক কোথায় সামনের দিকে তাকিয়ে বাইক চালাবেন, তা নয় তিনি তখনই পিছনে বসে থাকা প্রেমিকার ঠোঁটে ঠোঁট স্পর্শ করে রয়েছেন। চুম্বনে তিনি এতটাই মগ্ন যে, সামনের দিকে তাকানোর প্রয়োজনটাই অনুভব করছিলেন না।

Viral Video: সামনে না তাকিয়ে প্রেমিকার ঠোঁটে ঠোট! বেপরোয়া বাইক চালককে নেটিজ়েনদের তুলোধনা
চলন্ত বাইকে যুগলের চুম্বন নিয়ে নেটপাড়ায় তীব্র শোরগোল!

Follow Us

Latest Viral Video: বেপরোয়া বাইক চালানোর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, বারবার তার প্রমাণ পেয়েছি আমরা। ইদানিং সোশ্যাল মিডিয়া দৌলতেও একাধিক ভিডিয়ো আমাদের নজরে আসে, যেখানে সামান্য অসতর্কতায় বাইক চালালে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কিন্তু তারপরেও কি সতর্ক হয়েছি আমরা? সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এত প্রচারাভিযানের পরেও মানুষের অসতর্কতা, গাড়ির বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। প্রায়শই এই ঘটনা আমাদের নজরে আসে। তারপরে আবার হালফিলে চলন্ত বাইকে যুগলের চুমু খাওয়ার ধুমও বেড়েছে ব্যাপক ভাবে। সেরকমই এক ঘটনা ফের প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গিয়েছে, চলন্ত বাইকে যুগলকে ঘনিষ্ঠ হতে।

ঘটনাটি রাজস্থানের জয়পুরের। ব্যস্ত রাস্তায় বাইক চালাচ্ছিলেন এক যুবক, পিছনে ছিলেন তাঁর প্রেমিকা। সকালের ব্যস্ততম রাস্তায় যুবক কোথায় সামনের দিকে তাকিয়ে বাইক চালাবেন, তা নয় তিনি তখনই পিছনে বসে থাকা প্রেমিকার ঠোঁটে ঠোঁট স্পর্শ করে রয়েছেন। চুম্বনে তিনি এতটাই মগ্ন যে, সামনের দিকে তাকানোর প্রয়োজনটাই অনুভব করছিলেন না। চুমু যেন তাঁর ভয়টাই ভুলিয়ে দিয়েছিল। সামান্য অসতর্কতায় যে দুর্ঘটনা পর্যন্ত হতে পারে, মাথা থেকে বেমালুম উধাও হয়ে গিয়েছিল তাঁর।


এই ভিডিয়ো নেটপাড়ায় বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রাফিক আইন অমান্য করার ব্যাপারটি জয়পুরের রাস্তার জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। নেটিজ়েনরা ট্রাফিক পুলিশকে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে বলেছে।

একজন সিনিয়র ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন, ভিডিয়োতে গাড়ির লাইসেন্স প্লেটের মাধ্যমে মালিকের নাম ও ঠিকানা শনাক্ত করা হয়েছে। 1988 মোটর যান আইনের অধীনে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। নেটপাড়ার লোকজন বলেছেন, এই যুগলের অবহেলা শুধু তাদের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেনি বরং রাস্তায় আরও যাঁরা হাঁটছিলেন, বাইক চালাচ্ছিলেন বা গাড়ি চালাচ্ছেন, তাঁদের জীবনের জন্যও ঝুঁকির সৃষ্টি করেছিল।

Next Article