Viral Video: আলিঙ্গন দিবস তো আর হল না, দুঃখে প্রাণের বান্ধবকে ‘হাগ’ করতে এল গরু, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 16, 2023 | 12:26 PM

Cow Hug Day Viral Video: গো হাগ দিবস যে পালিত হল না, তা নিয়ে বেজায় চটেছে দেশের গরুরা! তাদের হয়েই একজন প্রতিবাদ জানালে এল! কেন এমন কথা বলছি, ভিডিয়োটা না দেখলে বুঝবেন না।

Viral Video: আলিঙ্গন দিবস তো আর হল না, দুঃখে প্রাণের বান্ধবকে হাগ করতে এল গরু, তারপর...
মানুষ গেল না তো কী! গরুই হাগ করতে চলে এল!!

Follow Us

Cow Hugs A Man: উদ্ভট একটা দিন পালিত হতে গিয়েও আর হল না। দেশ জুড়ে বিতর্কের জেরেই শেষমেশ গো আলিঙ্গন দিবস বা Cow Hug Day পালন পরিকল্পনার স্তরেই রয়ে গেল। কিন্তু তাতে কি গরুদের মন খারাপ? বলতে পারেন কিছুটা খারাপ। এখন ভাববেন, আমরা কি তাহলে গরুদের মন পরীক্ষা করতেও নেমে পড়েছি? আসলে তা নয়। গো হাগ দিবস যে হচ্ছে না, তা নিয়ে দেশের সমস্ত প্রান্তের গরুদের প্রতিক্রিয়া না পেলেই আমরা একজনকে অন্তত পেয়ে গিয়েছি। দিবালোকে খুলে-আম তার ব্যাকুলতা প্রকাশ করেছে গরুটি। ভরদুপুরে মনের দুঃখের কথা আর কাউকে বলতে না-পেরে মনের বান্ধবটিকে খুঁজে পাওয়া মাত্রই সে জাপ্টে ধরে। প্রেমদিবসে হাজার একটা প্রেমকাহিনি শুনবেন, কিন্তু এই কাহিনি আপনার কানে কেউ তুলবে না।

ভাবছেন, হেঁয়ালি করছি। একদমই না। আমাদের হাতেই চলে এসেছে এমনই একটি ভিডিয়ো, যা আপনাকে গো হাগ দিবসের কথাই মনে করাবে। একটি রাস্তার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সে রাস্তায় এদিক-সেদিক বহু মানুষ ছুটে চলেছেন। ব্যস্ত রাস্তাটিতেই গাড়ির সংখ্যাও নেহাত কম নয়। ওই রাস্তাতেই দেখা গিয়েছে, একটি বাইক আরোহীকে। আর সেই আরোহীর বাইকের সামনে জটলা পাকিয়ে কথা বলছেন দুই ব্যক্তি। তাঁদের একজনের মাথায় আবার গামছা বাঁধা। তাঁর পিছনে দাঁড়িয়েছিল একটি কালচে বর্ণের গরু। সেই গরুটি আবার ব্যক্তির গায়ের গন্ধ শুঁকছিল। ভেবেছিল, এই তার প্রাণের বান্ধব, মনের মানুষ, যাকে ধরে সে মনের দুঃখের কথা বলতে পারে।

749678
আর খুঁজে পাওয়া মাত্রই গরুটি কাজ সেরে ফেলে! পিছনে থেকে গিয়ে জাপ্টে ধরে ওই ব্যক্তিকে। যেই না গরুটি ওই ব্যক্তিকে পিছন থেকে জাপ্টে ধরে, তিনি তো পড়ে যানই, পড়ে যায় গরুটিও এবং সামনে থাকা বাইক ও বাইক আরোহীও। অনতিদূরেই পিছন থেকে ভিডিয়োটি রেকর্ড করছিলেন অল্পবয়সী কয়েকজন যুবক। ঘটনাটি ঘটতেই তাঁদের ফোন কেঁপে উঠতে থাকে। আর তা থেকে পরিষ্কার হয়ে যায়, গরুটির আক্কেলগুড়ুম তাঁদের কতটা হাসিয়েছিল। শুধু তাঁরা কেন। যে ব্যক্তির সঙ্গে এই কাণ্ড ঘটল, পড়ে যাওয়ার পর তিনি যখন উঠলেন, একগাল হাসি দেখা গেল তাঁর মুখেও। তাঁকে যাঁরা ঘিরেছিলেন, তাঁদেরও দেখা গেল হাসতে।

টুইটারে @SpideyWeb নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে একটাই ক্যাপশন দেওয়া হয়েছে, যা আপনার মাথায় ঘোরাফেরা করছে এখন- ‘Cow Hug Day’। গত 10 ফেব্রুয়ারি ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়েছিল। তারপর থেকে বহু মানুষ এটি দেখেছেন। এর মধ্যেই ভিডিয়োটির ভিউ প্রায় 1 লাখ ছুঁতে চলল। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। কেউ বলেছেন, “কাউ হাগ ডে-র প্রকৃত উদাহরণ”। কেউ আবার যোগ করেছেন, “আলিঙ্গন দিবসটা ভেস্তে গেল বলে ওদের সম্প্রদায় থেকে একজন এসে এভাবে প্রতিবাদটা জানিয়ে গেল।”

14 ফেব্রুয়ারি দেশে গো আলিঙ্গন দিবস পালনের কথা বলেছিল কেন্দ্রের প্রাণীকল্যাণ পর্ষদ। একটি নির্দেশিকায় দাবি করা হয়েছিল, গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে। কিন্তু দেশজুড়ে এমনই বিতর্কের সৃষ্টি হয়, যা দেখে প্রেমদিবসে গরুকে আলিঙ্গন করার এহেন প্রস্তাব 24 ঘণ্টার মধ্যেই তুলে নেয় অ্যানিমেল ওয়েলফেরা বোর্ড।

Next Article