Latest Viral Video: শিকারী যখন অনেক খেটেখুটে, বুদ্ধি খাটিয়ে, পরিশ্রম করে শিকার করতে আসে, আর শেষে নিজেই শিকার হয়ে যায়, কীরকম লাগে বলুন তো! সেরকমই একটা ঘটনা লোকজনকে বড়ই ভাবিয়েছে। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক কুমির টুক টুক করে জল থেকে ডাঙায় উঠে শিকার করতে যাচ্ছিল একটি পাখিকে। সে সময় যে পিছন থেকে আর একট কুমির তাকেই আক্রমণ করতে আসবে, ভাবতে পারেনি সরীসৃপটা। আসলে পাখিটাকে (Bird) যে প্রাণীটা আক্রমণ করে যাচ্ছিল সেটি ছিল একটি অ্যালিগেটর (Alligator)। আর সেই অ্যালিগেটরটিকে আক্রমণ করে জ্যান্ত গিলে ফেলে একটি কুমির (Crocodile)। ভিডিয়োটা দেখলে আপনার মনেও ভয় ধরতে পারে। কয়েক বছর আগেকার ভিডিয়ো এটি। সম্প্রতি তা সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে।
Fishing Anonymous নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে প্রথমে দেখা গেল সবুজ ঘাসে হাঁটা চলা করে বেড়াচ্ছে একটি পাখি। আর তার ঠিক পিছু পিছু আসছে একটি অ্যালিগেটর। আর সেই অ্যালিগেটরের পিছনেই আসছে আর একটা কুমির। কেউই জানে না যে তারা কিছুক্ষণের মধ্যে কারও পেটে প্রবেশ করতে চলেছে। তবে এদের মধ্যে পাখিটি সত্যিই ভাগ্যবান। কারণ, তাকে যে শিকার করতে আসছিল, সে আর প্রাণে বাঁচেনি। ঝোঁপের আড়াল থেকে আর একটি কুমির এসে আক্রমণ করে অ্যালিগেটরটিকে।
ইনস্টাগ্রামে বহু ইউজারকেই হতবাক করেছে এই ভিডিয়ো। গত 22 মে ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। প্রচুর মানুষ তারপর থেকে ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। একজন লিখছেন, ‘আমার মনে হয়, ওই কুমিরটা বুঝতে পারছিল সারসের দুঃখ, অ্যালিগেটরের নয়।’ দ্বিতীয় জন বললেন, ‘কুমিরটা ভেবেছিল, অ্যালিগেটরকে খেয়ে ফেললে অপেক্ষায় একটা সারসও থাকবে।’
চতুর্থ জন একটা মজাদার প্রশ্ন ছুড়ে বললেন, ‘অ্যালিগেটরকে যে আক্রমণ করল, সেটা কি একটা ডাইনোসর ছিল?’