Viral Video: চপ্পল দেখিয়ে কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ গ্রাহকের, সরকারি ব্যাঙ্কে তুলকালাম কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 07, 2023 | 11:24 PM

Viral Video Today: ভিডিয়োটি দেখে বোঝা গিয়েছে, ব্যক্তির বয়স 50 থেকে 60-এর ঘরে। তার বেশি বয়স তাঁর হবে না। হাতে স্লিপার ধরে তিনি ব্যাঙ্কের একাধিক কর্মীর বাপ বাপান্ত করছেন! চিৎকারও করছেন তারস্বরে। ব্যক্তির পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। তিনিও কম যান না।

Viral Video: চপ্পল দেখিয়ে কর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ গ্রাহকের, সরকারি ব্যাঙ্কে তুলকালাম কাণ্ড
জঘন্য পরিষেবায় ক্রুদ্ধ গ্রাহক।

Follow Us

Latest Viral Video: দেশের সরকারি ব্যাঙ্কগুলির পরিষেবা নিয়ে নাগরিকরা মোটেই খুশি নন। গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেরই টাকা, কিন্তু সেই টাকাই তুলতে গিয়ে তাঁর মাথার ঘাম পায়ে ছোটার উপক্রম হয়। এই সোশ্যাল মিডিয়াতেই আমরা বিভিন্ন সময় এমন অনেক ভিডিয়ো দেখেছি, যেখানে ব্যাঙ্কের ম্যানেজার বা কর্মীদের সঙ্গে বচসা বেঁধেছে গ্রাহকদের। তেমনই একটি ভিডিয়ো আবারও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ব্যাঙ্কের এক কর্মীর সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েছেন এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। পরিস্থিতি একটা সময়ে এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, পা থেকে চপ্পল খুলে ব্যাঙ্ক কর্মীর দিকে তেড়ে যান ওই ব্যক্তি।

ভিডিয়োটি দেখে বোঝা গিয়েছে, ব্যক্তির বয়স 50 থেকে 60-এর ঘরে। তার বেশি বয়স তাঁর হবে না। হাতে স্লিপার ধরে তিনি ব্যাঙ্কের একাধিক কর্মীর বাপ বাপান্ত করছেন! চিৎকারও করছেন তারস্বরে। ব্যক্তির পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর স্ত্রী। তিনিও কম যান না। স্বামীর সঙ্গেই গলা মিলিয়ে অনর্গল চেঁচামিচি করে চলেছেন তিনিও।


কী কারণে ওই ব্যক্তি ব্যাঙ্কের কর্মীদের সঙ্গে এহেন অভব্য আচরণ করছিলেন তা জানা যায়নি। তবে ব্যাঙ্কের পরিষেবা নিয়ে তিনি যে তিতিবিরক্ত, তা পরিষ্কার হয়ে গিয়েছে। এতটাই বিরক্ত যে কখনও ব্যাঙ্কের কর্মীদের স্লিপার নিয়ে ভয় দেখালেন, তো কখনও আবার অকথ্য ভাষায় দিয়ে গেলেন গালিগালাজ। আর তখনই ব্যাঙ্কের কর্মীও ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলেন। রাগাশ্রয়ী হয়ে ওই কাস্টমার তখন ফের স্লিপার দেখালেন ওই ব্যাঙ্ক কর্মীকে। সে সময় ব্যাঙ্কের সিকিওরিটি এসে গ্রাহককে আটকানোর অনেক চেষ্টা করেন। কিন্তু কে কার কথা শোনে! আর তারপরই হনহন করে ব্যাঙ্ক ছেড়ে বেরিয়ে গেলেন ক্রুদ্ধ ওই কাস্টমার।

ব্যাঙ্কের কর্মচারী ও গ্রাহকের ঝামেলা একটা সময় এমন জায়গায় চলে যায় যে, পুলিশকে ডাকার কথাও বলতে থাকেন ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা। টুইটারে @gharkekalesh নামক একটি পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। গত 4 মার্চ এই ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 251.4K। প্রচুর মানুষ কমেন্ট করেছেন। অনেকেই বলেছেন, “সত্যিই সরকারি ব্যাঙ্কগুলোতে সাধারণ মানুষকে যেভাবে নাজেহাল করা হয়, তাতে মাথা গরম হওয়াটা স্বাভাবিক।” কেউ আবার যোগ করলেন, “মাথা গরম হতে পারে। তা বলে এরকম?”

Next Article