Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। তার মধ্য়ে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। ভাইরাল হওয়া এই ভিডিয়োটিতে, এক মহিলার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটেছে। মহিলাটি স্নান করতে বাথরুমে ঢুকেছিল। তখনই তার চোখে পরে এক ভয়ঙ্কর প্রাণী বাথরুমে রয়েছে। বাথরুমের জানলা থেকে সে ঢুকেছে, প্রকাণ্ড সেই প্রানীটিকে আগে কখনও কেউ দেখেনি। তবে দেখতে অনেকটা গোসাপের মতো। সামান্য মাকড়শা বা আরশোলা থাকলে, অনেক মানুষ ভয়ে বেরিয়ে আসেন। কিন্তু এমন কোনও প্রাণীকে আগে কখনও দেখেছেন?
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভয়ঙ্কর বড় প্রাণী জানলা দিয়ে বাথরুমের ভিতরে ঢুকে পড়েছে। প্রাণীটি কেবল জানালা দিয়ে অর্ধেক ভিতরে এসে দেওয়ালে ঝুলছে। বিরাট একটি জিভ বের করে বিভিন্ন জিনিসে মুখ দিচ্ছে। আর নীচে নেমে আসার চেষ্টা করছে। আর সেই মহিলা এই পুরো ঘটনাটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
এই ভিডিয়োটি @rumahkumuh.id নামের একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। নেটিজ়েনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে এই প্রাণীটিকে নিয়ে। আপনি আগে কখনও এমন কোনও প্রাণী দেখেছেন? এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেক অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। একজন কমেন্টে লিখেছেন, “আমি এর আগে এমন কোনও প্রাণী দেখিনি। কোথা থেকেই বা এল, সেই সম্পর্কে কিছু জানা গিয়েছে?” আরও এক ব্যক্তি কমেন্ট করে তার মতামত প্রকাশ করেছেন। লিখেছেন, “ওনার অনেক সাহস আছে, যার জন্য উনি ভিডিয়ো করতে পেরেছেন। আমার তো দেখেই ভয় লাগছে।”