Viral Video Today: বন-জঙ্গলের অনেক ভিডিয়োই প্রতিনিয়ত ভাইরাল হয়। মনের প্রাণীদের কাছে যে, প্রতি মুহূর্তে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের বিষয়, তা আর বলার অপেক্ষা থাকে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে একটি একা মহিষ সিংহের পালের মুখোমুখি হয়েছে। এক পাল সিংহের মাঝে, তার অবস্থা কী হতে পারে, তা নিশ্চয়ই এতক্ষণে আপনি কল্পনা করে নিয়েছেন। কিন্তু তেমন কিছুই হয়নি। বরং আপনি যা ভাবছেন, তার উল্টোটাই হয়েছে। সে একাই তিনটি সিংহকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছে। ভিডিয়োটি দেখলে প্রতি মুহূর্তে শিউড়ে উঠবেন। কিন্তু অবশেষে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মহিষ নদীতে গিয়েছে জল খেতে। কিন্তু সে জানত না যে, সেখানে এক পাল সিংহ এসে হাজির হবে। তার মহিষকে দেখতে পেয়ে সিংহগুলি তাকে ঘিরে ফেলে। তার তার মধ্য়েই একটি সিংহ মহিষটির লেজ কামড়ে ধরে। সে চেষ্টা করেও তা ছাড়াতে পারে না। বরং রক্ত ঝড়তে থাকে ক্রমাগত। ওই অবস্থাতেই বাকি দু’টি সিংহকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তবুও সেই সিংহটি লেজ ছাড়েনি। সেই অবস্থাতেই তাকে নদীর ধারে নিয়ে গিয়ে আক্রমণ করে এবং সিংহের মুখ চেপে ধরে। তারপরে তিনটি সিংহ ক্লান্ত হয়ে চলে যায়।
— إفتراس | prey (@iftirass) May 26, 2023
এই ভিডিয়োটি @iftirass নামের একজন ব্যবহারকারী টুইটারে এই শেয়ার করেছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, প্রচুর মানুষ এটি শেয়ার করেছে। আর অনেক লাইকও হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই দৃশ্য দেখে। কেউ বলেছেন, “আমি ভিডিয়োটি দেখার সময় ভাবছিলাম, নিশ্চয়ই মহিষটিকে মেরে ফেলবে। কিন্তু সে যেভাবে লড়াই করল, তা দেখে আমি অবাক।”