Optical Illusion: ধাঁধার থেকেও জটিল এই ছবিতে কুকুর নাকি ডাইনোসর কী রয়েছে, বুঝতে পারছেন না কেউ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 10, 2023 | 1:17 PM

Optical Illusion Today: স্রেফ একটা পাহাড় আর তার উপরে এমন ভাবেই বরফ পড়েছে যে, তার আকারটা বড়ই অদ্ভুত দেখাচ্ছে। কেউ সেই ছবি দেখে বিরাট কুকুরের (Dog) সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার বলেছেন এটি একটি বিরাট ডাইনোসর (Dinosaur)।

Optical Illusion: ধাঁধার থেকেও জটিল এই ছবিতে কুকুর নাকি ডাইনোসর কী রয়েছে, বুঝতে পারছেন না কেউ
কী দেখতে পেলেন আপনি?

Follow Us

Latest Optical Illusion: চমকের বিষয়ে সোশ্যাল মিডিয়া আমাদের কখনও নিরাশ করে না। যা কিছু ট্রেন্ডিং, যা কিছু ভাইরাল, আর যা কিছু নিয়ে জোরদার চর্চা, তার প্রথমটা শুরু হয় এখন সোশ্যাল মিডিয়া থেকেই। বন্যজীবনের কোনও হাড়হিম করা ভিডিয়ো হোক বা হোক সে পথের কোনও ভয়ঙ্কর দুর্ঘটনা— নেটপাড়ায় আমরা সবকিছুই দেখতে পাই। এবার বরফাবৃত পাহাড়ের একটি ছবি সোশ্যালে ঝড় তুলছে রীতিমতো। ছবিটায় বিশেষ কিছু নেই! স্রেফ একটা পাহাড় আর তার উপরে এমন ভাবেই বরফ পড়েছে যে, তার আকারটা বড়ই অদ্ভুত দেখাচ্ছে। কেউ সেই ছবি দেখে বিরাট কুকুরের (Dog) সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার বলেছেন এটি একটি বিরাট ডাইনোসর (Dinosaur)। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “ছবিতে আপনি যদি দুজন লোককে আলিঙ্গন করতে দেখতে পান, তাহলে আপনি বাম-মস্তিষ্কের মানুষ। আর যদি আপনার নজরে একটি ডাইনোসর আসে, তাহলে আপনি ডান-মস্তিষ্কের। এবার বলুন, এই পাহাড়ে আপনি কী দেখলেন?”


টুইটারে গ্যাভিন থমাস নামের এক ব্যক্তি এই ছবিটি শেয়ার করেছেন। ছবিটি বহু মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি করেছে। কমেন্ট সেকশনই পরিষ্কার করে দিয়েছে, এই ছবি কতটা আলোড়ন সৃষ্টি করেছে। কেউ এই ছবিতে ডাইনোসর দেখতেই পাননি। কেউ আবার একটি কুকুর দেখার পর প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন, “যদি আপনি একটি কুকুর দেখতে পান, তাহলে কী হবে?” আর একজন যোগ করে বলছেন, “আমি নিশ্চিত যে, এই ছবিতে একটা কুকুর রয়েছে।” এক ব্যক্তির বক্তব্য, “আমিও এটা পোস্ট করলাম সবে মাত্র। কিং চার্লসের মতো স্প্যানিয়াল কুকুর দেখতে পেলাম, যে শুয়ে রয়েছে।”


এতসব কমেন্ট আসার পর গ্যাভিন থমাস তাঁর পরবর্তী টুইটে বলছেন, “কিছু মানুষ তো আবার পাগল হয়ে যাচ্ছেন। কারণ, তাঁরা মনে করছেন আমি এটা প্রতিক্রিয়া পাওয়ার জন্য করেছি।” আসলে, ব্রেইন টিজ়ার এমনই হয়। মানুষকে ভাবাতে বাধ্য করে। দীর্ঘক্ষণ একটা ছবির মধ্যে মানুষকে বুঁদ করে রাখতে পারে ছবিগুলি। সত্যিকারের অপটিক্যাল ইলিউশন বলে যদি কিছু থাকে, তাহলে এই ছবিটাও তাই। কেউ তো আবার এই ছবিতে যিশু খ্রিস্টকেও দেখতে পেয়েছেন!


ছবিতে যদি সকলের নজর ওই পাহাড়ের দিকে রয়েছে। তাহলে আরও একটা জিনিসে অনেকের নজর যায়নি। একটু ভাল করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন এই ছবিতে বরফের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তাই নেটিজ়েনরা এই ছবির ধাঁধা দেখার পর দাবি করেছেন, ওই ব্যক্তিও কি ভাবছিলেন এটি ডাইনোসর নাকি কুকুর!

Next Article