Viral Video: নিজের বিয়েতে শূন্যে চার রাউন্ড গুলি ছুড়ে কনের উদযাপন, কাচুমাচু মুখের বরের মনে ভয়!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 10, 2023 | 5:10 PM

Viral Video Today: উত্তর প্রদেশের হাথরসের (Hathras, Uttar Pradesh) এই ঘটনায় মানুষজন শিউরে উঠেছেন। কনে (Bride) এভাবে চার রাউন্ড গুলি (Fires) ছোড়ার পরেই তাঁর পাশে বসে থাকা বরের মুখটা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন!

Viral Video: নিজের বিয়েতে শূন্যে চার রাউন্ড গুলি ছুড়ে কনের উদযাপন, কাচুমাচু মুখের বরের মনে ভয়!
কনে যা কাণ্ড ঘটালেন, সকলে হতবাক!

Follow Us

Latest Viral Video: তাঁর বিয়ে। পাশে বসে আছেন বর। মালাবদল হয়ে গিয়েছে। আর এমনই সময় কনে যা কাণ্ড ঘটালেন, তা দেখে নেটপাড়ার লোকজনের চক্ষু ছানাবড়া। হাতে বন্দুক নিয়ে শূন্যে চার রাউন্ড গুলি চালালেন কনে। ব্যস! আনন্দোৎসবে তখন পিন পতনের নীরবতা। কিছু মানুষ প্রস্তুত ছিলেন, অনেকে অপ্রস্তুত অবস্থায় কনের শূন্যে গুলি ছোড়ার কাণ্ডে ব্যোমকে যান! উত্তর প্রদেশের হাথরসের (Hathras, Uttar Pradesh) এই ঘটনায় মানুষজন শিউরে উঠেছেন। কনে (Bride) এভাবে চার রাউন্ড গুলি (Fires) ছোড়ার পরেই তাঁর পাশে বসে থাকা বরের মুখটা দেখে যে কেউ অবাক হয়ে যাবেন! যাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তাঁর এমন বেপরোয়া কাণ্ড-কারখানা দেখে স্বামী যেন হতভম্ব হয়ে যান।

জানা গিয়েছে, গত 7 এপ্রিল হাথরসের একটি গেস্ট হাউসে এই ঘটনাটি ঘটে। ভিডিয়োতে যেমনটা দেখা গিয়েছে, কনে তাঁর বিয়ের পোশাক পরেই মঞ্চে বরের সঙ্গে বসেছিলেন। সে সময় স্টেজে এক ব্যক্তি আসেন এবং পিস্তল লোড করে তা কনের হাতে ধরিয়ে দেন। তারপর কনে যেভাবে বন্দুক ধরলেন, তা যেন তাঁর কাছে একপ্রকার জলভাতের মতোই মনে হল! কোনও দিকে না তাকিয়ে শূন্যে পরপর চার রাউন্ড গুলি চালালেন। কাজ শেষে বন্দুকটা ফের ধরিয়ে দিলেন ওই ব্যক্তির হাতে।


কনের এক আত্মীয় ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। শুক্রবার সন্ধ্যায় ঘটনা ঘটার পরক্ষণেই হাথরসের এই ভয়ঙ্কর ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। রাজ্যপুলিশ ইতিমধ্যেই 23 বছরের ওই কনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। কোতোয়ালি হাথরস জাংশনের SHO গিরিশ চাঁদ গৌতম বলছেন, “হাথরস জাংশন এলাকার বাসিন্দা রাগিনির বিরুদ্ধে IPC 25(9) ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারির ভয়ে তিনি পালিয়ে গিয়েছেন। আমরা তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

SHO আরও যোগ করে বলছেন, “যে ব্যক্তি কনের হাতে পিস্তলটি ধরালেন, আমরা তারও খোঁজ করছি।” জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনড্যান্ট অশোক কুমার বলছেন, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।”

Next Article