Viral Photoshoot: বিয়ের পোশাকে আগুন ধরিয়ে ডিভোর্সের উদযাপন, শ্যাম্পেনে চুমুক আর ছবি ছিঁড়ে ফটোশুট

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 26, 2023 | 12:59 PM

Viral News Today: শ্যাম্পেন ছিল, ছিল বিয়ের ছবি, আয়োজনে এক ফোঁটাও খামতি ছিল না। বিয়ের ছবিটাও তিনি ছিঁড়ে দু'টুকরো করেদিলেন। একটা বিয়ে যে মহিলার জীবনে কতটা তীক্ততার সৃষ্টি করেছিল, প্রমাণ মিলল সাড়ম্বরের সঙ্গে এই উদযাপন অনুষ্ঠানের মধ্যে দিয়েই।

Viral Photoshoot: বিয়ের পোশাকে আগুন ধরিয়ে ডিভোর্সের উদযাপন, শ্যাম্পেনে চুমুক আর ছবি ছিঁড়ে ফটোশুট
সাড়ম্বরে ডিভোর্সের উদযাপন!

Follow Us

Latest Viral News: ডিভোর্সের (Divorce) উদযাপন করলেন এক মার্কিন মহিলা। সেই উদযাপনে তিনি বিয়ের পোশাকটাই পুড়িয়ে দিলেন। ঢ্যাঁড়া পিটিয়ে ফটোশুটও (Photoshoot) করলেন। আর যেই ছবিগুলি সোশ্যালে পোস্ট করলেন, দাবানলের মতো তা ছড়িয়ে পড়ল নেটপাড়ার আনাচকানাচে। কথা ছিল, ফটোশুট করবেন। সেখানে যে এমন কাণ্ড ঘটাবেন, তার আঁচও করতে পারেননি কেউ। শ্যাম্পেন ছিল, ছিল বিয়ের ছবি, আয়োজনে এক ফোঁটাও খামতি ছিল না। বিয়ের ছবিটাও তিনি ছিঁড়ে দু’টুকরো করেদিলেন। একটা বিয়ে যে মহিলার জীবনে কতটা তীক্ততার সৃষ্টি করেছিল, প্রমাণ মিলল সাড়ম্বরের সঙ্গে এই উদযাপন অনুষ্ঠানের মধ্যে দিয়েই।

মহিলার নাম লওরেন ব্রুক। বয়স তাঁর 31। 10 বছরের বিবাহিত জীবন ছিল লওরেনেরে। 2012 সালে তিনি বিয়ে করেন এবং 2021 সালের সেপ্টেম্বরে স্বামীর সঙ্গে ডিভোর্স করেন। চলতি বছরের জানুয়ারি মাসেই লওরেনের ডিভোর্সটি চূড়ান্ত হয়।

কেন বিচ্ছেদ, আর কেনই বা এত সাড়ম্বরে তার উদযাপন করলেন? সংবাদমাধ্যম Mirror UK-র কাছে ওই মহিলা বললেন, “বিবাহবিচ্ছেদ যে দুই পক্ষের জন্যইকতটাকঠিন, কুৎসিত এবংবেদনাদায়ক, তা দেখানোই মূল উদ্দেশ্য ছিল। এমন দিন ছিল, যখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাঁদতাম। এমন কিছু সময়ও ছিল, যখন ভেবেছিলাম আমার জীবনে আর কোনও উন্নতি হবে না। কিন্তু তা হয়েছে।”


বিবাহ বিচ্ছেদ নিয়ে লওরেনের বক্তব্য, “আমরা বিবাহবিচ্ছেদ করেছি ঠিকই। কিন্তু আমাদের সন্তানদের দিকে তাকিয়ে, তাদের লালনপালন করতে বাকি জীবনটা আমাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। আমি বেঁচে গিয়েছি, অন্তত সারাদিনের ঝামেলাগুলো আর পোহাতে হবে না। এখন আমি আর সকালে ঘুম থেকে উঠে কাঁদি না। আগের থেকে এখন অনেক ভাল জায়গায় আছি।”

ডিভোর্সের সেলিব্রেশনের এই ছবিগুলি ইনস্টাগ্রামে Pubity নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। সেখানে লওরেনকে দেখা গিয়েছে, একটি লাল পোশাক পরে থাকতে যার একটা অংশে আগুন ধরানো হয়েছে। বিয়ের ছবিটা তিনি ছিঁড়ে ফেলছেন, ফটোফ্রেমটা জুতো দিয়ে পিষে চৌচির করে দিয়েছেন এবং শ্যাম্পেনে চুমুক দিয়ে তার উদযাপনও করছেন।

লওরেন জানিয়েছেন, এই সেলিব্রেশনে তাঁকে সাহায্য করেছেন তাঁর মা। লওরেনের মা-ই এই ওয়েডিং শুটের ফটোগ্রাফার, যাঁর নাম ফেলিসিয়া বাওম্যান। ফটোশুটে লওরেন তাঁর প্রিয়বন্ধুকেও নিয়ে এসেছিলেন।

Next Article