Viral Video: বোতাম টিপলেই বেরিয়ে আসছে নিরোধ! গুজরাটে বসানো হল দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 26, 2023 | 4:52 PM

Viral Video Today: দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন (Condom Vending Machine), যা বসানো হয়েছে সুরাটের (Surat) দাভোলি চার রাস্তায় শ্যাম মেডিক্যালে। সুরাটের এস.এস গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ইঞ্জিনিয়ার এই ভেন্ডিং মেশিনটা তৈরি করেছেন।

Viral Video: বোতাম টিপলেই বেরিয়ে আসছে নিরোধ! গুজরাটে বসানো হল দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন
গুজরাটে বসল দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন।

Follow Us

Latest Viral Video: বাটন প্রেস করলেই বেরিয়ে আসছে নিরোধ! গুজরাটের (Gujarat) একটি ওষুধের দোকানে অবাক কাণ্ড দেখে সকলে অবাক। আর সেই অবাক মেশিনের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসলে এটিই দেশের প্রথম কন্ডোম ভেন্ডিং মেশিন (Condom Vending Machine), যা বসানো হয়েছে সুরাটের (Surat) দাভোলি চার রাস্তায় শ্যাম মেডিক্যালে। সুরাটের এস.এস গান্ধী ইঞ্জিনিয়ারিং কলেজের দুই ইঞ্জিনিয়ার এই ভেন্ডিং মেশিনটা তৈরি করেছেন। ভাবিক ভোরা এবং জিগর উনগর নামের ওই দুই ইঞ্জিনিয়ার মিলেই ইনস্টল করেছেন মেশিনটি। এই ভেন্ডিং মেশিন থেকে কন্ডোম বের করতে আপনাকে তিনটি পদ্ধতি ধাপ অবলম্বন করতে হবে- প্রডাক্টটি বাছা, স্ক্যান করা এবং তারপরে টাকা দেওয়া।

কন্ডোম ভেন্ডিং মেশিন কী?

কন্ডোম ভেন্ডিং মেশিন হল এমনই একটি ডিভাইস, যা সরাসরি কন্ডোম বিক্রি করে। বিশ্বের অন্যান্য দেশে নিরাপদ যৌনতাকে উৎসাহিত করতে পাবলিক রেস্টরুম থেকে শুরু করে ট্রেন স্টেশন, এয়ারপোর্টে কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়। 1928 সালে কন্ডোম ভেন্ডিং মেশিন আবিষ্কার করেছিল Julius Fromm নামের একটি কোম্পানি। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে viralbhayani নামক একটি হ্যান্ডেল থেকে। প্রচুর মানুষ সেই ভিডিয়ো দেখে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারতে কন্ডোম ভেন্ডিং মেশিনের ইতিহাস

2009 সালে মুম্বইতেও এই রকম কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়েছিল। কিন্তু যথাযথ পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলি নষ্ট হয়ে যায় এবং প্রত্যাশিত ফলাফলও দিতে ব্যর্থ হয়। সে সময় সরকার 2.57 কোটি টাকা খরচ করে মুম্বইতে ওই কন্ডোম ভেন্ডিং মেশিনগুলি ইনস্টল করেছিল। কিন্তু সেগুলি খারাপ হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, ভুল ইনস্টলেশন সাইট বাছা এবং রক্ষণাবেক্ষণের জন্য যথেষ্ট পরিকল্পনার অভাব থাকার ফলেই মেশিনগুলি খারাপ হয়ে গিয়েছিল।


তার আগে 2008 সালে দিল্লির কিছু পার্কিং লট, পেট্রল পাম্প, হাসপাতাল, টয়লেট, শপিং মল এবং অফিস কমপ্লেক্সেও কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়েছিল। পরবর্তীতে 2011 সালে কেরালা টেকনোপার্ক ক্যাম্পাসে স্বাস্থ্যসেবা সংস্থা এইচএলএল লাইফকেয়ার লিমিটেডে কন্ডোম ভেন্ডিং মেশিন সেটআপ করা হয়। সেখানে প্রায় 30,000 কর্মী কাজ করতেন।

কন্ডোম ভেন্ডিং মেশিন নিয়ে সমালোচনা

21 কোটি টাকা খরচ করে দিল্লিতে প্রায় 22,000 কন্ডোম ভেন্ডিং মেশিন ইনস্টল করার কারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। মেশিনগুলি বসানোর কয়েক দিনের মধ্যেই তাদের মধ্যে থেকে 10,000 গায়েব হয়ে যায় এবং 1,100 ভেঙে দেওয়া হয়।

এদিকে আবার কেরালার তিরবনন্তপুরমের টেকনোপার্ক কমপ্লেক্সে 30,000 কর্মীর জন্য কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো নিয়েও পরবর্তীতে বিতর্ক বাঁধে। 2011 সালে যখন ওই মেশিন বসানো হয়, তারপরে একাধিক বার ওই আইটি পার্কে প্লাম্বারদের কাজে নিয়োগ করা হত। কারণ, বেশির ভাগ ড্রেন-সহ পাইপের মুখগুলি কন্ডোমে পরিপূর্ণ হয়ে জল চলাচলে বাধা দিত।

Next Article