Viral Video: রাস্তায় দুষ্কৃতীরা চেপে ধরতেই প্রেমিকাকে ফেলে পালাল প্রেমিক, তারপরের Video দেখুন..

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 26, 2023 | 5:09 PM

Latest Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক প্রেমিক তার প্রেমিকাকে রাস্তার মাঝখানে একা বিপদে ফেলে চলে যায়।

Viral Video: রাস্তায় দুষ্কৃতীরা চেপে ধরতেই প্রেমিকাকে ফেলে পালাল প্রেমিক, তারপরের Video দেখুন..

Follow Us

Viral Video Today: কথাতেই আছে যে, বিপদ কখনও বলে কয়ে আসে না। রাস্তা ঘাটে কখন, কাকে, কী পরিস্থিতে পড়তে হয় তা আর কে বলতে পারে! সেই সময় সঙ্গে কেউ একজন থাকলে সাহস পাওয়া যায়। বিপদের সময় যে পাশে থাকে, সে-ই তো প্রকৃত বন্ধু। যে কোনও সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব জরুরি। এই বিশ্বাসের উপর নির্ভর করেই একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে নির্দ্বিধায় জীবন কাটিয়ে দিতে পারে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনার বদল ঘটছে। বর্তমানে বন্ধুই বন্ধুর ক্ষতি করছে। এই সব খবরই প্রতিনিয়ত চোখে পড়ে। শুধু বন্ধুত্বের সম্পর্কেই যে এমনটা হচ্ছে না, তা একেবারেই নয়। আকছার এমন ঘটনার সম্মুখীন হচ্ছে সমাজ। কখনও খুন করে টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখছে প্রেমিকার মৃত দেহ। আবার কখনও গলা কেটে ফেলে দিচ্ছে জঙ্গলে। সব খবরই খুব চেনা। প্রত্য়েক প্রেমিকাই চায়, তার প্রেমিক যে কোনও বিপদে পাশে থাকুক। কিন্তু তা আর হচ্ছে কই? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে এক প্রেমিক তার প্রেমিকাকে রাস্তার মাঝখানে একা বিপদে ফেলে চলে যায়। একবার পিছন ফিরে দেখেও না তার কাছের মানুষটা কতটা বিপদে রয়েছে। এই ভিডিয়োটি ভাইরাল হতেই তীব্র ধিক্কার জানাচ্ছে অধিকাংশ নেটিজ়েনের।

ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে তার প্রেমিকের সঙ্গে রাতের বেলা নির্জন রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় দু’জন দুষ্কৃতী আসে। ছেলেটি দুষ্কৃতীদের হাতে বন্দুক দেখতেই সেখান থেকে পালিয়ে যায়। আর প্রেমিকাকে রেখে যায় ওই ভয়ঙ্কর বিপদের মধ্য়ে। দুষ্কৃতীরা মেয়েটিকে ধরে ফেলে। তারপর মেয়েটির কাছ থেকে সব লুট করে পালিয়ে যায়। কিন্তু সেই সময়ও বেপাত্তা প্রেমিক।


এই ভিডিয়োটি টুইটারে ‘@TheFigen’ নামের একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেক অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “প্রেমিকটি খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে চলে গেল। এতে মেয়েটির এবার বোঝা উচিত, সে কার সঙ্গে সম্পর্কে ছিল।” আরও একজন লিখেছেন, “বর্তমানে আর কেউকে বিশ্বাস করা যায় না।”

Next Article