Viral Video: গর্তে পড়া শাবককে স্তন্যপান করাতে গিয়ে নিঃশ্বাস বন্ধ মা হাতির, শেষে হল আসল চমৎকার!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 26, 2023 | 5:52 PM

Latest Viral Video: ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েন হতবাক হয়েছেন। ভিডিয়োটি দেখার পর আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না।

Viral Video: গর্তে পড়া শাবককে স্তন্যপান করাতে গিয়ে নিঃশ্বাস বন্ধ মা হাতির, শেষে হল আসল চমৎকার!

Follow Us

Viral Video Today: মা তো মা-ই হয়। তার সে মানুষের ক্ষেত্রেই হোক বা যে কোনও পশুপাখির ক্ষেত্রে। মা মানেই রক্ষাকর্তা, জীবনযুদ্ধের ময়দানে একজন যোদ্ধা। সন্তানকে বাঁচাতে নিজের জীবনের পরোয়া করে না কোনও মা। আর তার প্রমাণ শুধু মানুষ না, অন্যান্য প্রাণীদের থেকেও পাওয়া যায়। এমনিতেই পশুদের মধ্য়ে হাতিকে সব থেকে বুদ্ধিমান প্রাণী হিসেবে মানা হয়। কিন্তু যে কোনও প্রাণী তার সন্তানের জন্য নিজের প্রাণ দিয়ে দিতেও বিন্দু মাত্র ভাবে না। সে কুকুর, বিড়াল, বাঁদর বা সিংহ যে-ই হোক না কেন। সন্তানকে রক্ষা করতে নিজের শেষ নিশ্বাস পর্যন্ত লড়ে যায় মা। সম্প্রতি সেই প্রমাণই দিল সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। যেখানে নিজের সন্তানকে বাঁচাতে একটি হাতি নিজের প্রাণও দিতেও পিছপা হল না। ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজ়েন হতবাক হয়েছেন। ভিডিয়োটি দেখার পর আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাচ্চা হাতি গর্তে আটকে গিয়েছে। কিন্তু তার মা তাকে ছেড়ে যেতে চাইছে না। আর বাচ্চাটিও শত চেষ্টাতেও সেখান থেকে উঠে আসতে পারছে না। এমন সময় মা হাতিটি তার বাচ্চাকে দুধ খাওয়াতে গর্তে নেমে পড়ে। কিন্তু গর্তটা এতটাই ছোট ছিল যে, হাতিটি সেখানে আটকে যায়। প্রাণের পরোয়া না করে হাতিটি বাচ্চাকে 2 দিন দুধ খাওয়াতে থাকে। কিন্তু সেখান থেকে নিজেকে বের করে আনতে পারছিল না হাতিটি। এর পর উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। ক্রেনের সাহায্যে হাতিটিকে বের করে আনা হয়। কিন্তু ততক্ষণে হাতিটি অজ্ঞান হয়ে গিয়েছে। মেডিকেল টিম তার চিকিৎসা করে। অনেক চেষ্টা করেও অজ্ঞান অবস্থাতেই থাকে হাতিটি। মেডিকেল টিম মনে করে সে প্রান হারিয়েছে। ততক্ষণে বাচ্চাটিকেও গর্ত থেকে বের করে আনা হয়েছে। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে সে দৌড়ে তার মায়ের কাছে চলে যায়। কিন্তপ শত চেষ্টাতেই তার মা ডাকে সাড়া দেয় না। কিন্তু তখনও হাল ছাড়তে নারাজ মেডিকেল টিম। অবশেষে অনেক চেষ্টার পর মা হাতিটির জ্ঞান ফেরে। সে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত উদ্ধারকারী দল থেকে শুরু করে মেডিকেল টিমের সদস্য, সবার চোখে জল চলে আসে।

এই ভিডিয়োটি তানসু ইয়েগেন (@TansuYegen) নামের একজন টিইটার ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। এখনও পর্যন্ত এটিতে 7 লাখের বেশি ভিউ এসেছে এবং 21 হাজার মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এটা দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।” আরও একজন বলেছেন, “মায়েরাই পারে যে কোনও পরিস্থিতিতে সন্তানের পাশে থাকতে।”

Next Article