Viral Video Today: সোশ্য়াল মিডিয়ায় দৌলতে বর্তমানে অনেক ধরনের অদ্ভুত খাবারই ভাইরাল হচ্ছে। কখনও বিরিয়ানি দিয়ে সিঙাড়া, কখনও মোমো দিয়ে প্যাটিস, এই সব কিছুই। যা বেশিরভাগ খাদ্যরসিকের কাছেই বিরক্তিকর বলে মনে হচ্ছে। কিন্তু এবার পিৎজাকেও এই তালিকায় যুক্ত করা হল। চিকেন পিৎজা, চিজ় পিৎজা এই সবেরই নাম শুনে থাকবেন। অনেকে হয়তো খেয়েছেনও। যারা ফাস্ট ফুড ভালবাসেন, তাদের কাছে বেশ পছন্দের খাবার এটি। দোকানে গিয়ে নিজের পছন্দ মত টপিংও বেছে নেন অনেকে। কিন্তু কখনও কি ‘ম্যাঙ্গো পিৎজা’র নাম শুনেছেন? আপনার মনে হতে পারে হয়তো পিৎজার উপর আমের টপিং ব্যবহার করা হয়েছে। কিন্তু না, পুরো পিৎজাটাই আমের তৈরি। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ম্যাঙ্গো পিৎজা দেখলে আপনার চোখ কপালে উঠবে।
আমের পিৎজার এই ভিডিয়োটি bombayfoodie tales নামের আইডি থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পিৎজা বেস নিয়ে তার উপর চিজ় সস লাগানো হল। এবার তারে চার ভাগে কেটে তার উপর আমের ছোট ছোট টুকরো সাজানো হল। টুকরোগুলিকে খুব সুন্দর করে সাজানোর পর, মাঝে অন্যসব সস দিয়ে পরিবেশন করা হল। এমনকি এই পিৎজার দামও মাত্র 99 টাকা। যারা আম খেতে ভালবাসেন, তারা খেয়ে দেখতে পারেন একবার এই ম্যাঙ্গো পিৎজা। আপনি কি এর আগে কখনও এমন পিরজা দেখেছেন?
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের। ভিডিয়োটি এখনো পর্যন্ত 3 লাখ 17 হাজারেরও বেশি ভিউ হয়েছে। আর 6 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি আগে কখনও এমন পিৎজা দেখিনি।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “সব খাবার নিয়েই কি পরীক্ষা করতে হবে?”