Viral Video: পিয়ানোর সুরে ঘাড় দুলিয়ে নাচ পোষ্য কুকুরের, সঙ্গীত প্রেম দেখে মুগ্ধ সকলে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Feb 23, 2023 | 12:16 PM

Dog Dancing Viral Video: আপনার বাড়ির পোষা কুকুরটি বাড়ির সব সদস্য়ের মতোই। সে মন খারাপে যেমন আপনার পাশে থাকে, তেমন আনন্দেও উৎফুল্ল হয়। কখনও কি তার সামনে গান বাজিয়ে দেখেছেন, সে নাচে কি-না? একবার চেষ্টা করে দেখতেই পারেন।

Viral Video: পিয়ানোর সুরে ঘাড় দুলিয়ে নাচ পোষ্য কুকুরের, সঙ্গীত প্রেম দেখে মুগ্ধ সকলে

Follow Us

Latest Viral Video: প্রানীদের মধ্য়ে কুকুর যে সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান তা নিয়ে কোনও সন্দেহ নেই। এমনকি তারা মানুষের সবচেয়ে কাছের এবং বিশেষ বন্ধু। মানুষের সব কিছুতে ভাল সঙ্গী হয়ে ওঠে একটি কুকুর। সোশ্য়াল মিডিয়ায় কুকুরের অনেক ভিডিয়ো ভাইরাল (Video Viral) হয়। তার মধ্য়েই কিছু ভিডিয়ো আছে, যা অবাক করা মতো। আবার কিছু ভিডিয়ো দেখলে হাসি চেপে রাখা দায়। আপনার বাড়ির পোষা কুকুরটি (Dog) বাড়ির সব সদস্য়ের মতোই। সে মন খারাপে যেমন আপনার পাশে থাকে, তেমন আনন্দেও উৎফুল্ল হয়। কখনও কি তার সামনে গান বাজিয়ে দেখেছেন, সে নাচে কি-না? একবার চেষ্টা করে দেখতেই পারেন। সোশ্য়াল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি কুকুরকে পিয়ানোয় বাজানো গানে নাচতে দেখা যাচ্ছে। মালিককে পিয়ানো বাজাতে দেখে সে খুশিতে আত্মহারা হয়ে গানের তালে তালে নাচতে শুরু করল। ভিডিয়োটি দেখলে আপনিও হাসি চেপে রাখতে পারবেন না।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, পিয়ানো বাজিয়ে গান গাইছেন এক ব্যক্তি। তার কুকুর দরজার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে পিয়ানো বাজানো দেখছে। আর কিছুক্ষণ পরেই, গানটি শোনার সঙ্গে সঙ্গেই তার সুরে নাচতে শুরু করল। যেন গানের সঙ্গে নাচ প্র্য়াকটিস করা আছে তার। একবার নয়, বহুবার পিয়ানোর সুর ও গান শুনে পা নাচাতে থাকে সে। আপনার তাকে দেখে এক মুহূর্তের জন্য়ও মনে হবে, সে যেন একজন বড় সঙ্গীতপ্রেমী। পিয়ানো বাজানো ব্যক্তিটিও কুকুরের এই নাচ দেখে অবাক হয়ে যায়। তাকে নাচতে দেখেও ব্যক্তিটি পিয়ানো থেকে আঙ্গুল সরাননি। গানের সুরে কুকুরের নাচের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রচার মানুষের নজর কেড়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি টুইটারে @buitengebieden নামের এক টুইটার ব্য়বহারকারী শেয়ার করেছেন। এখনও পর্যন্ত ভিডিয়োটি 45 লাখেরও বেশি ভিউ পেয়েছে। অনেকে অনেক মজার কমেন্টএ করেছেন। কেউ লিখেছেন, “সঙ্গীত এমন একটি সর্বজনীন ভাষা যা সবাই বোঝে।” আরও একজন লিখেছেন, “গান শুনে ও এতটাই খুশি যে, না নেচে থাকতে পারল না।”

Next Article