Viral Video: অভিনেতাদেরও হার মানাতে পারে! মানুষের সামনে মরে যাওয়ার ভান এই সাপের

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 06, 2022 | 7:52 PM

Dramatic Snake Video: অভিনেতাদেরও ছাপিয়ে যাবে ছোট্ট এই সাপটি। একটা লোক আসতে এমনই মরে যাওয়ার ভান সে করল, যা দেখে নেটিজেনরা অবাক!

Viral Video: অভিনেতাদেরও হার মানাতে পারে! মানুষের সামনে মরে যাওয়ার ভান এই সাপের
ভাইরাল ভিডিয়ো থেকে নেওয়া স্ক্রিনশট।

Follow Us

সাপ (Snake) দেখলে শরীর কাঁপতে থাকে যে কারও। ছবিতে বা ভিডিয়োতে সাপ দেখেই অনেকে ঘাবড়ে যান, সামনে দেখা তো দূরস্ত। ইন্টারনেটে এমনই অনেক ভয়াল সাপের ভিডিয়ো ভাইরাল হয়। ফের আর একটি সাপের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, রীতিমতো নাটক করছে একটি সাপ। আর তা দেখেই নেটাগরিকরা বলছেন, এর থেকে নাটকীয় সাপ আগে দেখেননি তাঁরা।


খুব ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, কোথায় যাচ্ছে একটি সাপ। যেই এক ব্যক্তি ওই সাপটিকে ধরতে যায়, সঙ্গে সঙ্গে মরে যাওয়ার নাটক করে থাকে ওই সাপটি। এই ভিডিয়ো দেখে আপনিও অবাক হবেন।

ভিডিয়োটা দেখার পরে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে, মানুষের আসার আওয়াজ অনুভব করে ওই সাপটি। আর তখনই সে বুঝে যায়, বিপদ আসন্ন। প্রথমে সে কিছুক্ষণ ফোঁস ফোঁস করতে থাকে। তারপরেই শুরু করে অভিনয়। উল্টে গিয়ে মরার মতো পড়ে থাকে সে। সাপের এমনতর অভিনয় দেখে নেটাগরিকরা স্তম্ভিত হয়ে গিয়েছেন। এমনকী যিনি ওই সাপটিকে নিতে এসেছিলেন, তিনিও এই অভিনয় দেখে অবাক হয়ে যান।

খুব ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ইনস্টাগ্রামে ভিডিয়োটি আপলোড করা হয়েছে আর্থপিক্স নামক একটি পেজ থেকে। ভিডিয়োর ক্যাপশনেই লেখা হয়েছে, “সিলভার স্ক্রিনের অভিনেতাদেরও হার মানাতে পারে এই সাপ।” ক্যাপশনে এ-ও বলা হয়েছে, “হগনোজ় স্নেক তার দুর্দান্ত অভিনয়ের জন্য বিখ্যাত।”

প্রায় ২ লাখেরও বেশি মানুষ লাইক করেছেন ভিডিয়োটি। আর ভিডিয়োটি দেখেছেন অগুনতি মানুষ। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটপাড়ার লোকজন সাপটির অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

Next Article