বিয়েবাড়িতে (Wedding) কত মজার কাণ্ডই না ঘটে থাকে। আর আজকাল সব বিয়েবাড়িতেই ছবি (Wedding Photography) তোলার ব্যাপারটা একদম দেখার মতো। মাঝে মাঝে তো ফটোগ্রাফারদের ছবি তোলার বিভিন্ন পোজও ভাইরাল (Viral Video)হয়। তবে এবার এক কনের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে রীতিমতো ভয় পাচ্ছেন নেটিজ়েনরা। কিন্তু কী এমন করেছেন ওই কনে? ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ফটোগ্রাফারদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছেন কনে। তাঁর চোখমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভীষণ রেগে গিয়েছেন তিনি। চোখ কার্যত ঠেলে বেরিয়ে আসছে। ফটোগ্রাফারদের দিকে কনের ওভাবে তাকানো দেখে মনে হচ্ছে যেন এখনই সকলকে গিলে খাবেন তিনি। সে কী ভয়ঙ্কর রাগ তাঁর। এই ভাইরাল ভিডিয়ো দেখে নেটিজ়েনরা যেমন ভয় পেয়েছেন তেমনই হাসিও পেয়েছে অনেকের। বিয়ের ফটো তোলার সময় এমন অদ্ভুত রাগের অভিব্যক্তি নিয়ে কোন কনে পোজ দেন, এই নিয়েই জল্পনা চলছে নেটিজ়েনদের মধ্যে।
মালাবদলের পর কনের এ কী অভিব্যক্তি! দেখুন ভাইরাল ভিডিয়ো
ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। নেটিজ়েনদের প্রায় সকলেই এই ভিডিয়ো দেখে বলেছেন যে নিশ্চিত সম্বন্ধ করে এই বিয়ে হচ্ছিল। হয়তো কনে বিয়ের আগে পাত্রকে দেখেননি। আর বরমালা অনুষ্ঠানের সময় বরকে দেখেই মেজাজ তিরিক্ষি হয়েছে কনের। এতটাই ক্ষেপে গিয়েছেন তিনি যে ফটোগ্রাফারদের দিকে ওইভাবে চোখ বড় বড় করে তাকিয়েছেন। একঝলক দেখলে মনে হবে চোখ ঠিকরে বেরিয়ে আসছে। রাগের জেরে চোখমুখ লাল হয়ে গিয়েছে কনের। বিয়ের আসরে সচরাচর কনের এমন রূপ কিন্তু দেখা যায় না। তাই এই কনেকে দেখে চমকে গিয়েছেন সকলে। নেটিজ়েনদের একদল ভয় পেলেও একদল অবশ্য ফটোগ্রাফারদের দিকে কনের এমনভাবে তাকানো দেখে হেসে গড়াচ্ছেন।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে বিয়ের আসরে তখন জয়মালা অর্থাৎ মালাবদলের অনুষ্ঠান চলছিল। বর কনের গলায় প্রথমে মালা পরিয়েছেন। তারপর বরের গলায় মালা পরিয়েছেন কনে। এরপরেই ছিল ছবি তোলার পালা। আর পাঁচটা সাধারণ বিয়েবাড়িতে এই সময় বর-কনে একাধিক পোজে ছবি তোলেন। তবে এখানে দেখা গিয়েছে, কনে একদম রেগে লাল হয়ে ফটোগ্রাফারদের দিকে তাকিয়ে রয়েছেন। ভাবখানা এমন যে এত ছবি তোলার কী রয়েছে। সেই মুহূর্তে ফটোগ্রাফারদের অবস্থা ঠিক কী হয়েছিল তা ভেবেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা।