সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝেই কত রকমের আজব ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়ে থাকে। এবারও তেমনই একটি অদ্ভুত ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মানুষের তাড়া খেয়ে জঙ্গলে ঢুকে গিয়েছে এক সিংহ (Lion Scared by Man)। শুনে অবাক লাগছে? তবে বাস্তবে ঠিক এমনটাই হয়েছে। সবচেয়ে মজার হল ওই ব্যক্তি হাতে শুধু একটা লাঠি নিয়ে সিংহটিকে তাড়া করেছিলেন। আর তাতেই লেজ গুটিয়ে পালিয়েছে পশুরাজ। এভাবে যে সিংহটি রণে ভঙ্গ দেবে তা বোধহয় কল্পনা করেননি ওই ব্যক্তিও। ইনস্টাগ্রামে ‘animals_powers’ পেজ থেকে এই ভিডিয়োটি ভাইরাল হয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছে মানুষের ভয় পেয়েছে সিংহ। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে ঘন ঝোপের মাঝে মুখোমুখি হয়েছে ওই ব্যক্তি এবং সিংহটি।
মানুষের তাড়া খেয়ে পালাল সিংহ, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
প্রাথমিকভাবে ভিডিয়োটি দেখে মনে হবে যেন সিংহটি আক্রমণ করবে ওই ব্যক্তিকে। কিন্তু পরক্ষণেই ভুল ভেঙে যাবে আপনার। দেখা যাবে সিংহ নয় বরং ওই ব্যক্তিই লাঠি উঁচিয়ে সিংহটিকে তাড়া করেছে। প্রথমেই অবশ্য সিংহটি পালিয়ে যায়নি। দু’একবার ওই ব্যক্তির দিকে এগোনোর চেষ্টা করেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত হাল ছেড়ে পালিয়েছে সে। মানুষের তাড়া খেয়ে এভাবে সিংহদের পালাতে কিন্তু দেখা যায় না। পশুরাজ বলে কথা। বরং তার ভয়েই কাটা হয়ে থাকে সকলে। একমাত্র বুনো মহিষের দল কিংবা হাতির পালের কাছে শায়েস্তা হয় সিংহ-সিংহীরা। তবে এবার এক সাধারণ ব্যক্তি লাঠি উঁচিয়ে ভয় দেখিয়ে সিংহকে ভাগিয়ে দিয়েছেন। এই ভাইরাল ভিডিয়ো দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজ়েনরা।
ইনস্টাগ্রামের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাল ভিডিয়ো। ওই ব্যক্তির সাহসের তারিফ করেছেন সকলে। পাশাপাশি নেটিজ়েনদের অনেকে এও বলেছেন যে নির্ঘাত ওই ব্যক্তি প্রচণ্ড রেগে ছিলেন। আর তাই এভাবে শুধু একটা লাঠির সাহায্যেই সিংহকে এলাকাছাড়া করতে পেরেছেন তিনি। তবে নেটিজ়েনদের একাংশ এও বলছেন যে, ওই ব্যক্তি একটু বেশিই ঝুকি নিয়ে ফেলেছিলেন। একটু এদিক ওদিক হলে বড় বিপদ হতে পারে। এমনকি ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে সেইসব কিছু কোনও পরোয়া করেননি তিনি। শুধুমাত্র একটা লাঠির ভরসায় সিংহের মুখোমুখি হয়েছিলেন। এ যাত্রায় অবশ্য অঘটনও কিছু ঘটেনি। বরং মানুষের তাড়া খেয়েই পালিয়েছে ওই সিংহ।