এমন ছবি নিশ্চয়ই অনেক দেখেছেন, যা খুবই বিভ্রান্তিকর। সেই ছবিগুলিই তো আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল (Viral) হচ্ছে। পোশাকি ভাষায় যাদের অপ্টিক্যাল ইলিউশন (Optical Illusion) বলা হয়। তেমনই একটা ছবি ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির উত্তর খুঁজে পাওয়া সত্যিই যেন দুঃসাধ্য। ছবিটি দেখে আপনার মনে হতে পারে একটি দরজা, যেখানে নকশা করা আছে। আর সেই নকশায় আপনার নজরে আসবে কয়েকটা বর্গক্ষেত্র। কিন্তু এই ছবিতেই রয়েছে মোট ১৬টি বৃত্ত। সেই বৃত্তগুলিই আপনাকে খুঁজে বের করতে হবে। পারবেন?
এই অপ্টিক্যাল ইলিউশন বা ছবির ধাঁধার সমাধান করার জন্য নেটপাড়ার লোকজন রীতিমতো একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। কিন্তু এত বর্গক্ষেত্রের মধ্যে বৃত্তের খোঁজ পাচ্ছেন না কেউই। আর যিনি এই অপ্টিক্যাল ইলিউশনের ছবিটি তৈরি করেছেন, তাঁর দাবি, উত্তরটা খুব সহজ, খালি খুঁটিয়ে দেখার মতো ধৈর্য এবং নজর দরকার।
অ্যান্থনি নরসিয়া নামের এক ব্যক্তি তৈরি করেছেন এই অপ্টিক্যাল ইলিউশনটি। তিনি বলছেন, এই ছবিটি বিভ্রান্তির সৃষ্টি করলেও উত্তরটা খুবই সহজ। তিনি আরও জানিয়েছেন, এই ছবি অনেকের দৃষ্টিশক্তির পরীক্ষা নেবে।
আসলে এই বর্গাকারক্ষেত্রগুলি একে অপরের ভিতরে একটি প্রভাব সৃষ্টি করছে। এগুলি একে অপরের সংলগ্নে এমন ভাবে স্থাপন করা হয়েছে যে, দুটি বর্গাকার কাঠামোর মাঝখানে একটি বৃত্ত তৈরি করেছে। বর্গক্ষেত্রের দিকগুলিকে একটি 3D চেহারা দেওয়া হয়েছে যা বৃত্তের আকৃতি দেয় এবং আমরা যদি ছবিটি খুঁটিয়ে লক্ষ্য করি, তবেই তা নজরে আসবে।
কীভাবে বৃত্তগুলি দেখবেন
বৃত্তগুলি চিহ্নিত করতে বর্গক্ষেত্রের কেন্দ্রের দিকে না তাকিয়ে একটু পাশের দিকে ফোকাস করুন। দুটি বর্গক্ষেত্রের মধ্যবর্তী স্থানের উপর স্ট্রেস দিন। কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখের সামনে বৃত্তাকার গঠন ভেসে উঠতে থাকে। বর্গক্ষেত্রে উল্লম্ব রেখা থাকলেও বৃত্তগুলির ভিতরে রয়েছে অনুভূমিক রেখা।
এবার কি ১৬টি বৃত্ত দেখতে পেলেন?