Viral Video: এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনের তলায় আটকে পড়া সত্তরের বৃদ্ধকে বাঁচালেন চালক!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 19, 2021 | 12:54 PM

মানবিকতার খাতিরে ওই দুই চালক যে জরুরি ব্রেক কষে বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন তাতে গর্ববোধ করছেন রেল দপ্তরর আধিকারিকরা। দুই চালককে পুরস্কার হিসেবে ২ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Viral Video: এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনের তলায় আটকে পড়া সত্তরের বৃদ্ধকে বাঁচালেন চালক!
ভিডিয়ো থেকে নেওয়া ছবি

Follow Us

ভাগ্য ভাল থাকলে মানুষ মৃত্য়ুর মুখ থেকেও প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পারেন। তবে এমন ঘটনা তো বারবার হয় না। রবিবার, মুম্বইয়ের কল্যাণ এলাকায় রেলওয়ে ট্র্যাকে আটকে পড়ে মর্মান্তিক ঘটনা থেকে বরাত জোরে বেঁচে ফিরেছেন এক অশীতিপর বৃদ্ধ।

রেল দপ্তর থেকে জানানো হয়েছে, রেললাইনে আটকে পড়া বৃদ্ধকে দেখেই ট্রেনের ড্রাইবার জরুরিকালীন ব্রেক কষলে ট্রেন দাঁড়িয়ে যায়। কিন্তু বোঝা যায়নি ওই বৃদ্ধ আদৌও বেঁচে আছেন কিনা। কারণ শেষ মুহূর্তে ট্রেন এমার্জেন্সি ব্রেক কষায় বৃদ্ধের উপর দিয়ে ট্রেন সামনের অংশ চলে যায়। তবে ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই প্রবীণকে ট্রেনের তলা থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছেন রেলের কর্মচারীরা। সোশ্যাল প্ল্যাটফর্মে বৃদ্ধকে বাঁচাতে চালকের উপস্থিত বুদ্ধি ও মানবিকতা দেখে সকলেই বাহবা জানিয়েছেন।

জানা গিয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেথে ১২,৪৫ নাগাদ। তানে জেলার কাছাকাছি কল্যাণ রেলওয়ে স্টেশনের ৪ নং প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র ট্রেন ছাড়লে ৭০ বছর বয়সি হরি শঙ্কর নামে ওই বৃদ্ধ রেলাইন পার হচ্ছিলেন। ঠিক সেইসময়ই ট্রেনের তলায় চলে যান তিনি। বৃদ্ধকে বাঁচাতে চালক এমার্জেন্সি ব্রেক কষে। তার জেরেই প্রাণে বেঁচে যান ওই প্রবীণ।

চিফ পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর সন্তোষ কুমার জানিয়েছেন, ট্রেনে ছেড়ে দেওয়ার পরও অশক্ত বৃদ্ধ রেললাইন পার হলে বৃদ্ধকে বহুবার বারণ করেন লোকো পাইলট এস কে প্রধান ও অ্যাসিসট্যান্ট লোকো পাইলট রবি শঙ্কর জি । আকস্মিক ঘটনায় ঘাবড়ে যান ওই বৃদ্ধ। বৃদ্ধকে বাঁচাতেই জরুরি ব্রেক কষেন তাঁরা। তবুও ওই বৃদ্ধে ট্রেনের তলায় আটকে যান। পরে রেলের কর্মীরা গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর পরই, সেন্ট্রাল রেলওয়ে থেকে সাধারণ মানুষের মধ্যে রেল লাইন পার না হওয়ার নির্দেশিকা জারি করেছে। তবে মানবিকতার খাতিরে ওই দুই চালক যে সঠিক সময়ে জরুরি ব্রেক কষে বৃদ্ধের প্রাণ বাঁচিয়েছেন তাতে গর্ববোধ করছেন রেল দপ্তরর আধিকারিকরা। দুই চালককে পুরস্কার হিসেবে ২ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: Viral Video: অন্ধ হাতিকে পথ দেখাল আর এক হাতি! দুই বন্ধুর নিবিড় বন্ধনে মুগ্ধ নেটিজ়েনরা

Next Article