পার্কের দোলনায় বৃদ্ধের ‘স্টান্ট’, ভল্ট দেখে মুগ্ধ বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কা

Sohini chakrabarty |

Mar 23, 2021 | 10:07 AM

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেখান থেকেই ভাইরাল হয়েছেন এই বৃদ্ধ। তাঁর ফিটনেস এখন নেট দুনিয়ায় চর্চার অন্যতম বিষয়।

পার্কের দোলনায় বৃদ্ধের স্টান্ট, ভল্ট দেখে মুগ্ধ বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কা
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই টুইটারিয়ানরা বলছেন, নিঃসন্দেহে 'ফিটনেস গুরু' হিসেবে কোনও প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন এই বৃদ্ধ।

Follow Us

কথায় বলে সব বয়স্ক মানুষের মধ্যেই নাকি লুকিয়ে থাকে একজন শিশু। সময়ের সঙ্গে বয়স যত বাড়ে, ততই শিশুসুলভ আচরণ করেন বয়স্করা। বাচ্চাদের ভাললাগার অনেককিছুতেই আগ্রহ বাড়ে তাঁদের। তবে সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছেন এক বৃদ্ধ। যদিও তাঁর আচরণ দেখে অনায়াসে বলা যেন শৈশব ফিরে পেয়েছেন তিনি। একটি পার্কে ওই বৃদ্ধকে দোলনায় বসে দোল খেতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- জাপানের ‘মহিলা’ বাইকার নাকি আসলে ‘পুরুষ’! আসল ছবি ফাঁস হতেই হতবাক নেটিজ়েনরা

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেখান থেকেই ভাইরাল হয়েছেন এই বৃদ্ধ। তাঁর ফিটনেস এখন নেট দুনিয়ায় চর্চার অন্যতম বিষয়। কারণ দোলনায় দুলতে দুলতে আচমকাই তিনি এমন একখানা ভল্ট দিয়েছেন, তা দেখে চমকে গিয়েছে সকলে। বাচ্চারা যেমন ভীষণ বেশি স্ট্রেচ করে দোলনায় দুলতে থাকে, পার্কে বসে তেমনটাই করছিলেন এই বৃদ্ধ। তারপরই হঠাৎ একখানা ভল্ট দিয়ে বসলেন তিনি। শুধু বৃদ্ধের ভল্ট নয়, নিখুঁত ল্যান্ডিংও নজর কেড়েছে সকলের।

টুইটারে পুরনো ভাইরাল হওয়া হালফিলের ট্রেন্ড। আর সেই ট্রেন্ডেই ২০১৮ সালের এই ভিডিয়ো ফের একবার ভাইরাল হয়েছে। সৌজন্যে বিজনেস টাইকুন হর্ষ গোয়েঙ্কা। নানা ধরনের মজার ভিডিয়ো টুইটে হামেশাই শেয়ার করে থাকেন হর্ষ। এই কাজে অনেকক্ষেত্রেই তাঁর জুরিদার হন আর এক শিল্পপতি আনন্দ মহিন্দ্রা।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই টুইটারিয়ানরা বলছেন, নিঃসন্দেহে ‘ফিটনেস গুরু’ হিসেবে কোনও প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন এই বৃদ্ধ। কেউবা বলেছেন, বয়স যে কেবল একটা সংখ্যা, আর কিছুই নয়, সেই কথাই আবারও প্রমাণ করেছেন এই বৃদ্ধ। অনেকে আবার বলেছেন, কালের নিয়মে বৃদ্ধের বয়স শরীরে বাড়লেও তা প্রভাব ফেলেনি তাঁর মনে। সেই সঙ্গে টানটান ফিটনেসও বজায় রেখেছেন তিনি। কেউ কেউ আবার বলেছেন, বৃদ্ধকে দেখে মনে হয়েছে যেন সামারসল্ট দিয়েছেন। আপাতত এই বৃদ্ধের ফিটনেস মন্ত্র জানতে আগ্রহ নেটিজ়েনরা। তাঁর ফিটনেস অ্যাক্টিভিটি দেখে মুগ্ধ নেট দুনিয়া।

Next Article