মিশিগানে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে হাইওয়ে। সেই হাইওয়ে দিয়ে গা-ঘেঁষাঘেঁষি করে ছুটছে দু’টি গাড়ি। দু’টি গাড়িতেই আচমকা বেজে উঠল ফোন। আশপাশ থেকে একদল হরিণ আসছে এবং সেই কারণেই দুই গাড়ির চালককে গতি কমাতে নির্দেশ দিচ্ছে বনদপ্তর। কিন্তু ফোনের বার্তা শেষ হওয়ার আগেই হঠাৎ বেশ কয়েকটি হরিণ ঝাঁপিয়ে পড়ল ওই গাড়ি দু’টির সামনে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে থেমে যায় গাড়ি দু’টি। তবে এই ঘটনায় হরিণদের ক্ষতি হয়নি কোনও। কিন্তু ভিডিয়োটি ভাইরাল হয়।
ওকল্যান্ড কান্ট্রি শেরিফের ফেসবুক পেজে এই ভিডিয়োটি পোস্ট হয়। মিশিগানের আইনপ্রয়োগকারী সংস্থার তরফে জানানো হয়, “কোনও পশুর গায়ে কোনও আঘাত পড়েনি, এটা দেখে আমি শান্তি পেয়েছি। কিন্তু ভিডিয়োটি দেখে হৃদস্পন্দন একটু হলেও বেড়েছে।”
আরও পড়ুন: জাপানের ‘মহিলা’ বাইকার নাকি আসলে ‘পুরুষ’! আসল ছবি ফাঁস হতেই হতবাক নেটিজ়েনরা
ভিডিয়োটি দেখে সাধারণ মানুষ প্রথম দিকে ঈষৎ মজা পেলেও পরে হরিণদের কাণ্ড দেখে আঁতকে ওঠেন। কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, “হার্ট-অ্যাটাক হয়ে যাবে এইসব দেখে।” এই ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই হু-হু করে শেয়ার হতে শুরু করে। ফেসবুকে এই ভাইরাল ভিডিয়ো দেখে আপনিও তাজ্জব বনে যাবেন একেবারে।