Viral Video: দোল দোল দুলুনি! আঙ্কেলের সঙ্গে পার্কে দুলছে তাঁর আদরের দুই পোষ্য, হাস্যকর ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 30, 2022 | 6:42 PM

ব্যায়াম করার মেশিনে তাঁর দুই পোষ্যকেও বসিয়ে দেন বয়স্ক এক ব্যক্তি। দুটি গোল্ডেন রিট্রিভারকে দেখা যায় ব্যক্তির সঙ্গে ওই দোলনাতেই দুলতে, যা দেখে নেটিজ়েনরা হেসে কুটিপাটি খাচ্ছেন।

Viral Video: দোল দোল দুলুনি! আঙ্কেলের সঙ্গে পার্কে দুলছে তাঁর আদরের দুই পোষ্য, হাস্যকর ভিডিয়ো
মজাদার ঘটনা, দেখুন ভিডিয়োতে।

Follow Us

বয়স তাঁদের অনেক হয়েছে। তাই, জীবনের এমন সন্ধিক্ষণে এসে ঝক্কি তাঁদের একবারেই পছন্দ নয়, পোষায়ও না। তাই অল্পবিস্তর ব্যায়াম করলেও শরীরটা বাঁচিয়েই করতে হয় বয়স্ক মানুষজনকে। ধীর গতির এবং শান্তিপূর্ণ জীবনযাপনই হয় তাঁদের একমাত্র পছন্দ। মনোরম প্রাকৃতিক পরিবেশে পোষ্য কুকুরদের সঙ্গে নিয়ে বেড়াতে ভালবাসেন বয়স্ক লোকজন। তার উপরে আজকাল বেশির ভাগ পার্কেই থাকে ব্যায়াম করার জন্য একাধিক মেশিন, যেগুলির অ্যাক্সেসও সম্পূর্ণ বিনামূল্যেই পাওয়া যায়। আর সেই মেশিন অ্যাক্সেস করতে গিয়েই মজাদার কাণ্ড ঘটিয়ে বসলেন এক ব্যক্তি। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।


হাস্যকর ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন বয়স্ক ব্যক্তি একটি পার্কে ব্যায়ামের মেশিনগুলি ব্যবহার করছিলেন। তবে তিনি একা নন। সেখানে এমন একটি মেশিন ছিল, যা খানিকটা দোলনার সমান। তবে ওই মেশিনটি পা দিয়ে দোলাতে হয়। ফলে, পায়েরও একটা ব্যায়াম হয়ে যায়। এখানে ওই ব্যক্তি মেশিনগুলিতে তাঁর দুই পোষ্যকেও বসিয়ে দেন। দুটি গোল্ডেন রিট্রিভারকে দেখা যায় ব্যক্তির সঙ্গে ওই দোলনাতেই দুলতে, যা দেখে নেটিজ়েনরা হেসে কুটিপাটি খাচ্ছেন।

ট্যুইটারে বুইটেঙ্গবিডেন নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। বরাবরই মজাদার ভিডিয়ো শেয়ার করা হয় এই পেজ থেকে। ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, তার ভিউ এখন প্রায় 7.3 মিলিয়ন এবং 252K লাইক পেয়েছে এই ভিডিয়ো। অনেকেই এই ভিডিয়ো খুব পছন্দ করেছেন। কেউ কেউ আবার হাস্যকরও বলেছেন।
একজন লিখলেন, “ওদের জন্য সবথেকে ভাল ব্যায়াম।” আর একজনের বক্তব্য, “অনবদ্য একটি আইডিয়া। গোটা আমেরিকায়-জুড়ে যত পার্ক রয়েছে, সেগুলিতে এই ধরনের ব্যায়াম করার মেশিন ইনস্টল করা উচিৎ।” আর একজন ব্যবহারকারী যোগ করলেন, “এই ভিডিয়োটা দেখে আমি এতটাই খুশি হয়েছিল যে বলে বোঝানো মুশকিল।”

Next Article