Viral Video: দড়িতে বাঁধা পড়েছে বিশালাকার তিমি, মুক্ত করে স্বাধীনতার স্বাদ দিল মৎস্যজীবীরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 30, 2022 | 7:31 PM

জাহাজের পাশে একটি তিমি সাঁতার কাটছে, যার ডেকে তিন-চারজন জেলে দাঁড়িয়ে রয়েছেন। তিমিটি ঠিক তখনই নিজের ভাব প্রকাশ করতে জল থেকে বেরিয়ে আসে এবং ওই জেলেদের কাছে গিয়ে দেখায় যে, তার শরীরের চারপাশে একটি দড়ি বাঁধা রয়েছে।

Follow Us

হৃদয়বিদারক একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দড়িতে আটকে গিয়েছে একটি তিমি মাছ। জাহাজের অনতিদূরে জেলেদের নাগালেই চলে আসে মাছটি। শেষমেশ তাঁরাই মাছটিকে দড়ির বাঁধ থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দেয়, যা দেখে নেটপাড়ার লোকজন অভিভূত। এই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। বহু মানুষ দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে।

গত শনিবার ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “একটি তিমি মাছ জাহাজের কাছে চলে আসে, যার শরীরটি একটি দড়িতে বাঁধা ছিল। মাছটি আসলে ওদের কাছে অনুরোধ করতে এসেছিল, যাতে তাকে দড়ির বাঁধন থেকে মুক্ত করা হয়।”

ভিডিয়োতে দেখা গিয়েছে, জাহাজের পাশে একটি তিমি সাঁতার কাটছে, যার ডেকে তিন-চারজন জেলে দাঁড়িয়ে রয়েছেন। তিমিটি ঠিক তখনই নিজের ভাব প্রকাশ করতে জল থেকে বেরিয়ে আসে এবং ওই জেলেদের কাছে গিয়ে দেখায় যে, তার শরীরের চারপাশে একটি দড়ি বাঁধা রয়েছে। যার ফলে তার সাঁতার কাটতেও সমস্যা হচ্ছে।

জেলেরা তারপর একটি হুকের মতো কাঠামো-সহ লম্বা লাঠিতে একটি মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করে দড়ি টানতে দেয়, যা তিমিকে অবাধে সাঁতার কাটতে বাধা দেয়। অবশেষে ছুরির মতো হাতিয়ার ব্যবহার করে তিমি মাছটির চারপাশ থেকে দড়িটি কাটা হয়। অতঃপর তিমি মাছটি বাঁধনমুক্ত হয়ে সাঁতরে সমুদ্রের আরও গভীরে চলে যায়।

শেয়ার হওয়ার পর থেকে ভিডিয়োটি ইউটিউবে 62,000-এরও বেশি ভিউ এবং শতাধিক লাইক পেয়েছে। জেলেরা যে ভাবে ওই তিমি মাছটিকে বাঁধনমুক্ত করেছে, তাদের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। একজন লিখছেন, “এই ধরনের মানবিক মানুষ আমাদের চারপাশে আরও বেশি করে দরকার। কী কারণে ওই মাছটি দড়িতে আটকে গিয়েছিল, তা আমার জানা নেই। কিন্তু এই ভাবে দড়িতে বাঁধা পড়ে কত প্রাণী মারা যায় একবার ভেবে দেখুন।”

অন্য একজন ব্যবহারকারী লিখছেন, “ওই প্রাণীটার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম! আর জেলেরা যে ভাবে মাছটাকে বাঁচাল, তা দেখে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে নিজের গর্ববোধ হচ্ছে।”

হৃদয়বিদারক একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দড়িতে আটকে গিয়েছে একটি তিমি মাছ। জাহাজের অনতিদূরে জেলেদের নাগালেই চলে আসে মাছটি। শেষমেশ তাঁরাই মাছটিকে দড়ির বাঁধ থেকে মুক্ত করে স্বাধীনতার স্বাদ দেয়, যা দেখে নেটপাড়ার লোকজন অভিভূত। এই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। বহু মানুষ দেখেছেন, কমেন্টও করেছেন অনেকে।

গত শনিবার ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “একটি তিমি মাছ জাহাজের কাছে চলে আসে, যার শরীরটি একটি দড়িতে বাঁধা ছিল। মাছটি আসলে ওদের কাছে অনুরোধ করতে এসেছিল, যাতে তাকে দড়ির বাঁধন থেকে মুক্ত করা হয়।”

ভিডিয়োতে দেখা গিয়েছে, জাহাজের পাশে একটি তিমি সাঁতার কাটছে, যার ডেকে তিন-চারজন জেলে দাঁড়িয়ে রয়েছেন। তিমিটি ঠিক তখনই নিজের ভাব প্রকাশ করতে জল থেকে বেরিয়ে আসে এবং ওই জেলেদের কাছে গিয়ে দেখায় যে, তার শরীরের চারপাশে একটি দড়ি বাঁধা রয়েছে। যার ফলে তার সাঁতার কাটতেও সমস্যা হচ্ছে।

জেলেরা তারপর একটি হুকের মতো কাঠামো-সহ লম্বা লাঠিতে একটি মাছ ধরার সরঞ্জাম ব্যবহার করে দড়ি টানতে দেয়, যা তিমিকে অবাধে সাঁতার কাটতে বাধা দেয়। অবশেষে ছুরির মতো হাতিয়ার ব্যবহার করে তিমি মাছটির চারপাশ থেকে দড়িটি কাটা হয়। অতঃপর তিমি মাছটি বাঁধনমুক্ত হয়ে সাঁতরে সমুদ্রের আরও গভীরে চলে যায়।

শেয়ার হওয়ার পর থেকে ভিডিয়োটি ইউটিউবে 62,000-এরও বেশি ভিউ এবং শতাধিক লাইক পেয়েছে। জেলেরা যে ভাবে ওই তিমি মাছটিকে বাঁধনমুক্ত করেছে, তাদের প্রশংসা করেছেন নেটিজ়েনরা। একজন লিখছেন, “এই ধরনের মানবিক মানুষ আমাদের চারপাশে আরও বেশি করে দরকার। কী কারণে ওই মাছটি দড়িতে আটকে গিয়েছিল, তা আমার জানা নেই। কিন্তু এই ভাবে দড়িতে বাঁধা পড়ে কত প্রাণী মারা যায় একবার ভেবে দেখুন।”

অন্য একজন ব্যবহারকারী লিখছেন, “ওই প্রাণীটার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেলাম! আর জেলেরা যে ভাবে মাছটাকে বাঁচাল, তা দেখে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে নিজের গর্ববোধ হচ্ছে।”

Next Article